menu-iconlogo
huatong
huatong
avatar

Boson poro Ma

Kumar Sanuhuatong
GopalMo_star30297015huatong
Lời Bài Hát
Bản Ghi
বসন পরো মা, বসন পরো মা

বসন পরো, পরো মা গো

বসন পরো মা।

চন্দনে চর্চিত জবা পদে দিব আমি গো

বসন পরো মা পরো, বসন পরো মা।

বসন পরো, পরো মা গো, বসন পরো মা।

কালীঘাটের কালি তুমি, কৈলাশে ভবানী

বৃন্দাবনে রাধা পেয়ারী, গোকুলে গোপিনী।

পাতালেতে ছিলে মাগো হ​য়ে ভদ্রকালি

কত দেবতা করেছে পুজা দিয়ে নরবলি গো

বসন পরো মা পরো, বসন পরো মা।

অশিতে রুধির ধারা, গলে মুণ্ডমালা

হেট মুখে চেয়ে দেখো পদতলে ভোলা

মাথায় সোনার মুকুট ঠেকিছে গগনে

মা হয়ে বালকের কাছে উলঙ্গ কেমনে

তুমি পাগল পতি পাগল

মাগো আরও আছে পাগল

প্রসাদও হয়েছে পাগল

চরণ পাবার আসে গো

বসন পরো মা পরো, বসন পরো মা।

বসন পরো, পরো মা গো

বসন পরো মা ...

Nhiều Hơn Từ Kumar Sanu

Xem tất cảlogo

Bạn Có Thể Thích