মা গো তুমি একবার খোকা বলে ডাকো
মা গো তুমি একবার খোকা বলে ডাকো
নিরব হয়ে অবাক চোখে
কেনো চেয়ে থাকো
নিরব হয়ে অবাক চোখে
কেনো চেয়ে থাকো..
মা গো তুমি একবার খোকা বলে ডাকো...
তোমার কথা শোনবো বলে অধির হয়ে থাকি,
এতো দু:খ বলো মা গো
কোথায় অামি রাখি,
তোমার কথা শোনবো বলে অধির হয়ে থাকি
এতো দু:খ বলো মা গো
কোথায় অামি রাখি
দুটি হাত ধরো, একটু অাদর করো
দুটি হাত ধরো একটু অাদর করো
দোহাই লাগে মা গো তুমি
একটি কথা রাখো...
মা গো তুমি একবার খোকা বলে ডাকো,
মা গো তুমি একবার খোকা বলে ডাকো
তুমি অামার বাবা মা গো, তুমি অামার মা,
তুমি ছাড়া কিছুই অামার ভালো লাগেনা
তুমি অামার বাবা মা গো, তুমি অামার মা,
তুমি ছাড়া কিছুই অামার ভালো লাগেনা
তোমার কাছে এলে, মনে শান্তি মেলে
তোমার কাছে এলে, মনে শান্তি মেলে
মা গো তোমার স্নেহ থেকে
দূরে রেখো নাকো....
মা গো তুমি একবার খোকা বলে ডাকো
নিরব হয়ে অবাক চোখে কেনো চেয়ে থাকো
নিরব হয়ে অবাক চোখে কেনো চেয়ে থাকো...
মা গো তুমি একবার খোকা বলে ডাকো
মা গো তুমি একবার খোকা বলে ডাকো....