menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি কার পোষা পাখি Tumi Kar Posha Pakhi (vc

Kure Ghorhuatong
mpower_starhuatong
Lời Bài Hát
Bản Ghi
আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে..

আমারে কান্দাইয়া পাও কি সুখ

আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে..

আমারে কান্দাইয়া পাও কি সুখ

তুমি কার পোষা পাখি , কাজল বরন আঁখি

কার পোষা পাখি , কাজল বরন আঁখি

রক্ত জবার মত তোমার মুখ

আমারে কান্দাইয়া পাও কি সুখ

প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি

এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি

প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি

এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি

আমি জানতাম যদি পাখি দিয়া যাবা ফাঁকি

জানতাম যদি পাখি দিয়া যাবা ফাঁকি

বানতাম না আর তোরি আশায় বুক

আমারে কান্দাইয়া পাও কি সুখ

আদর সোহাগের পাখি কোন দিন জানি উড়ে যায়

ফাঁক পেলে পলাইয়া যাবে জঙ্গলের কোন অজানায়

আদর সোহাগের পাখি কোন দিন জানি উড়ে যায়

ফাঁক পেলে পলাইয়া যাবে জঙ্গলের কোন অজানায়

আমি জানতাম যদি পাখি দিয়া যাবা ফাঁকি

জানতাম যদি পাখি দিয়া যাবা ফাঁকি

দেখতাম না আর তোর ঐ মায়া মুখ

আমারে কান্দাইয়া পাও কি সুখ

আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে..

আমারে কান্দাইয়া পাও কি সুখ

আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে..

আমারে কান্দাইয়া পাও কি সুখ

তুমি কার পোষা পাখি , কাজল বরন আঁখি

কার পোষা পাখি , কাজল বরন আঁখি

রক্ত জবার মত তোমার মুখ

আমারে কান্দাইয়া পাও কি সুখ

Nhiều Hơn Từ Kure Ghor

Xem tất cảlogo

Bạn Có Thể Thích