দিশেহারা এ হৃদয় আমার
বড় কস্ট পেয়েছে
বারে বারে এই আমায়
শুধু প্রশ্ন করেছে
কেন যে তোমাকে
জড়ালাম আমার জীবনে?
সুখের আশা দিয়ে
শুধু দু:খ দিয়েছি
অপবাদ দাও আমায়
যেন জ্বলে জ্বলে হারিয়ে যাই
অভিশাপ দাও আমায়
যেন নিরবে ফুরিয়ে যাই
নীরবে........
আশা ছিল সুখি হব
তোমায় কাছে পেয়ে
সুখী আমি হয়েছি ঠিকই
শুধু তুমি বোঝনি।
অপবাদ দাও আমায়
যেন জ্বলে জ্বলে হারিয়ে যাই
অভিশাপ দাও আমায়
যেন নিরবে ফুরিয়ে যাই
নীরবে .......
ভুলবুঝে ভুলকরে
হারাতে চাইনা তোমাকে
বেচে থাকার আশা আছে
এখনও তোমাকে ঘিরে
অপবাদ দাও আমায়
যেন জ্বলে জ্বলে হারিয়ে যাই
অভিশাপ দাও আমায়
যেন নিরবে ফুরিয়ে যাই
নীরবে........
দিশেহারা এ হৃদয় আমার
বড় কস্ট পেয়েছে
বারে বারে এই আমায়
শুধু প্রশ্ন করেছে
কেন যে তোমাকে
জড়ালাম আমার জীবনে?
সুখের আশা দিয়ে
শুধু দু:খ দিয়েছি
অপবাদ দাও আমায়
যেন জ্বলে জ্বলে হারিয়ে যাই
অভিশাপ দাও আমায়
যেন নিরবে ফুরিয়ে যাই
নীরবে........