menu-iconlogo
huatong
huatong
avatar

Jodi Brishty Naame

Lutfor Hasan/Afroza Rupahuatong
sonsofnorwaypoulsbohuatong
Lời Bài Hát
Bản Ghi
যদি মিষ্টি করে বৃষ্টি নামে কখনো কোনো সন্ধ্যায়

চোখ বুঝবো, তাকে খুঁজবো তোমার রজনীগন্ধ্যায়

কিছু আলতো করে বলতো কানের কাছে এসে কেউ

মুঠো ভর্তি জমা আছে কবেকার অদেখা ঢেউ

যদি মিষ্টি করে বৃষ্টি নামে কখনো কোনো সন্ধ্যায়

চোখ বুঝবো, তাকে খুঁজবো তোমার রজনীগন্ধ্যায়

কিছু আলতো করে বলতো কানের কাছে এসে কেউ

মুঠো ভর্তি জমা আছে কবেকার অদেখা ঢেউ

তুমি বলবে, আমি শুনবো মন ভালো কি মন্দে

আমি দেখবো সেই কথা ভাসে অলকানন্দে

তুমি বলবে, আমি শুনবো মন ভালো কি মন্দে

আমি দেখবো সেই কথা ভাসে অলকানন্দে

যদি মিষ্টি করে বৃষ্টি নামে কখনো কোনো সন্ধ্যায়

চোখ বুঝবো, তাকে খুঁজবো তোমার রজনীগন্ধ্যায়

কিছু আলতো করে বলতো কানের কাছে এসে কেউ

মুঠো ভর্তি জমা আছে কবেকার অদেখা ঢেউ

তুমি থামবে, আমি চলবো, চোখের কথা ঘুম হোক

সেই ঘুমের ট্রেনে চেপে যাবো স্বপ্নের আনন্দলোক

তুমি থামবে, আমি চলবো, চোখের কথা ঘুম হোক

সেই ঘুমের ট্রেনে চেপে যাবো স্বপ্নের আনন্দলোক

যদি মিষ্টি করে বৃষ্টি নামে কখনো কোনো সন্ধ্যায়

চোখ বুঝবো, তাকে খুঁজবো তোমার রজনীগন্ধ্যায়

কিছু আলতো করে বলতো কানের কাছে এসে কেউ

মুঠো ভর্তি জমা আছে কবেকার অদেখা ঢেউ

Nhiều Hơn Từ Lutfor Hasan/Afroza Rupa

Xem tất cảlogo

Bạn Có Thể Thích