menu-iconlogo
logo

Bhul koreche bhul (ভুল করেছে ভুল)

logo
avatar
Madhubanti Bagchi/Mahtim Shakiblogo
🖤ᑎনঈমᗰᴿᵉˢᵗᵒʳᵃᵗᶦᵒⁿ🇧🇩logo
Vào Ứng Dụng Để Hát
Lời Bài Hát
Song : Bhul Koreche Bhul

Artist : Mahtim Shakib, Madhubanti Bagchi

Composer : Prasen-Mainak

By Md Nayeem

---

(M)ভুল করেছে ভুল

তোমার এলো চুল।.....

(F)ভুল করেছি এই মধুমাসের বেলায়।

..

(M)আমি পদ্ম পাতার জল

তুমি নাম না জানা ফুল।

(F)আমি রহস্যে রাজপথ

তুমি পালিয়েছো স্কুল।

(M+F)ভুল করেছে ভুল

(M)তোমার এলো চুল।.....

(F)ভুল করেছি এই মধুমাসের বেলায়।

(M)তোমার কাছে হয়তো এসব

নিছক খেলাঘর!

তবুও ঘুম পেয়ে যায়

ঘুম ভাঙ্গানোর পর।

--

(F)তোমার কাছে হয়তো এসব

নিছক খেলার ঘর!

কেন ঘুম পেয়ে যায়

ঘুম ভাঙ্গানোর পর।

তুমি পদ্ম পাতার জল

আমি নাম না জানা ফুল।

(M)আমি রহস্যে রাজপথ

তুমি পালিয়েছো স্কুল।

ভুল করেছে ভুল

তোমার এলো চুল।.....

(F)ভুল করেছি এই মধুমাসের বেলায়।

Thanks

Bhul koreche bhul (ভুল করেছে ভুল) của Madhubanti Bagchi/Mahtim Shakib - Lời bài hát & Các bản Cover