menu-iconlogo
logo

Megh Balika

logo
Lời Bài Hát
তোর সাথে পথে নেমেছি শপথে

তোর সাথে ছোঁব রোদ

তোর সাথে গাওয়া গুন গুন হাওয়া

জীবনের ঋণ শোধ

তোর চোখ জলে কী লেখা অতলে

ছায়া ছুঁয়ে ঠিক জানি

মেঘের মেয়ে মেঘ বালিকা

আঙুল ডগায় ছুঁই

যাস না মেয়ে আমায় ফেলে

আমার থাকিস তুই

রোদের দেশে আলোয় ভেসে

যাচ্ছ ছেলে কই?

আমি কি আর ঘুম পাড়াবার

বৃষ্টি তোমার নই?

বৃষ্টি তোমার নই?

আমার থাকিস তুই

আমার থাকিস তুই

আমার থাকিস তুই

আমার থাকিস তুই

আমার থাকিস তুই

আমার থাকিস তুই

তোর সাথে রোজ বিষাদ নিখোঁজ

তোর সাথে বেঁচে থাকা

তোকে পেলে জানি সব ফুলদানি

প্রজাপতি রঙে আঁকা

ফেলে আসা ধুলো

মিছে ফুলগুলো

ফুল-পাখি হলে জানি

মেঘের মেয়ে মেঘ বালিকা

আঙুল ডগায় ছুঁই

যাস না মেয়ে আমায় ফেলে

আমার থাকিস তুই

মেঘের মেয়ে মেঘ বালিকা

আঙুল ডগায় ছুঁই

যাস না মেয়ে আমায় ফেলে

আমার থাকিস তুই

রোদের দেশে আলোয় ভেসে

যাচ্ছ ছেলে কই?

আমি কি আর ঘুম পাড়াবার

বৃষ্টি তোমার নই?

বৃষ্টি তোমার নই?

আমার থাকিস তুই

Megh Balika của Mahtim Sakib/Nandita - Lời bài hát & Các bản Cover