menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Amar Emoni Ekjon - Original Motion Picture Soundtrack

Mahtim Shakib/Ahmed Imtiaz Bulbulhuatong
mysti19huatong
Lời Bài Hát
Bản Ghi
তুমি আমার এমনই একজন

যারে এক জনমে ভালোবেসে

ভরবে না এ মন

এক জনমে ভালোবাসা

এক জনমে কাছে আসা

এক জনমে ভালোবাসা

এক জনমে কাছে আসা

একটি চোখের পলক পড়তে

লাগে যতক্ষণ

তুমি আমার এমনই একজন

যারে এক জনমে ভালোবেসে

ভরবে না এ মন

ভালোবাসার সাগর তুমি

ভালোবাসার সাগর তুমি

বুকে অথৈ জল

তবু পিপাসাতে আঁখি

তবু পিপাসাতে আঁখি

হয় যে ছলছল

হয় যে ছলছল

তোমার মিলনে বুঝি গো জীবন

বিরহে মরণ

বিরহে মরণ

তুমি আমার এমনই একজন

যারে এক জনমে ভালোবেসে

ভরবে না এ মন

প্রাণের প্রদীপ হয়ে তুমি

প্রাণের প্রদীপ হয়ে তুমি

জ্বলছো নিশিদিন

কোন মোহরে শোধ হবে গো

কোন মোহরে শোধ হবে গো

এত বড় ঋণ

এত বড় ঋণ

আমার ভালোবাসার ফুলে তোমার

ভরাবো চরণ

ভরাবো চরণ

তুমি আমার এমনই একজন

যারে এক জনমে ভালোবেসে

ভরবে না এ মন

Nhiều Hơn Từ Mahtim Shakib/Ahmed Imtiaz Bulbul

Xem tất cảlogo

Bạn Có Thể Thích