menu-iconlogo
huatong
huatong
avatar

Bangladesher Aktara (Bangla Song)

Mamunhuatong
spiceitup30161huatong
Lời Bài Hát
Bản Ghi
আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি

আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি

আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি

আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি

তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি

ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি

আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি

আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি

তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি

ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি

আমার বাংলাদেশের ভাটিয়ালী, জারি, সারি গান

গাজীর পালা শুনলে রে ভাই জুড়ায় মনপ্রাণ

আমার বাংলাদেশের ভাটিয়ালী, জারি, সারি গান

গাজীর পালা শুনলে রে ভাই জুড়ায় মনপ্রাণ

আমার বাংলাদেশের সুর শুনিয়া...

আমার বাংলাদেশের সুর শুনিয়া অবাক বিশ্ববাসী

তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি

ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি

আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি

আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি

তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি

ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি

হাসনরাজা, রাধারমন, লালনশাহের গান

ভক্তবৃন্দ শুনে রে ভাই দিয়া মনপ্রাণ

হাসনরাজা, রাধারমন, লালনশাহের গান

ভক্তবৃন্দ শুনে রে ভাই দিয়া মনপ্রাণ

জন্ম আমার ধন্য মাগো...

জন্ম আমার ধন্য মাগো বাংলাতে জন্মেছি

তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি

ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি

আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি

আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি

আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি

আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি

তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি

ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি

আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি

আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি

তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি

ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি

Nhiều Hơn Từ Mamun

Xem tất cảlogo

Bạn Có Thể Thích