menu-iconlogo
huatong
huatong
avatar

বারো মাসের বিচ্ছেদ গান

Mamun upload byhuatong
🌠❣️MAINUL❣️🅕🅞🅛🅚❣️🌠huatong
Lời Bài Hát
Bản Ghi
বারো মাসের বিচ্ছেদ গান

গানঃ আইতো যদি,,,

গীতিকারঃ সুনীল কর্মকার

শিল্পীঃ জুঁই

আপলোড বাই মামুন

স্টারমেকার বাউল সংগঠন

----মিউজিক---

আইতো যদি

প্রাণের বন্ধু দুঃখ রইতো না,বন্ধু

আইতো যদি

প্রাণের বন্ধু দুঃখ রইতো না,

বন্ধু আইলোনা আইলোনা

আমারে দেখিতে বন্ধু আইলোনা...

বন্ধু আইলোনা আইলোনা

আমারে দেখিতে বন্ধু আইলোনা...।।

---মিউজিক---

মামুন আপলোড বাই

স্টারমেকার বাউল সংগঠন

---মিউজিক----

বৈশাখ মাসে কাঠাল পাকে,

জৈষ্ঠ্যে মাসে আম,

কার মুখে তুলিয়া দিতাম

ঘরেতে নাই শ্যাম,

জৈষ্ঠ্য মাস চলিয়া গেল

আইলো রে আষাঢ়,,,

অভাগীনির চেংড়া বন্ধু

না জানে সাতার,

আষাঢ় গেলো শ্রাবণ মাসে,

নয়া গাঙ্গে পানি,

কারে লইয়া খেলতাম আমি

রসের নাও দৌড়ানি,

ভাদ্র মাসের তালের পিঠা কারে বা খাওয়াই,,,,,,,,,

ডাইনে বামে চাইয়া দেখি

মনের মানুষ নাই,

আমার ডাইনে বামে চাইয়া দেখি

মনের মানুষ নাই,

বন্ধু আইলোনা আইলোন

আমারে দেখিতে বন্ধু আইলোনা.....

বন্ধু আইলোনা আইলোনা

আমারে দেখিতে বন্ধু আইলোনা...

---মিউজিক---

মামুন আপলোড বাই

স্টারমেকার বাউল সংগঠন

---মিউজিক----

ভাদ্র মাস চলিয়া গেল

আইলোরে আশ্বিন,

গোয়াল ঘরে যাইয়া দেখি

গাই হইছে গাবিন,

গাই বিয়াইলো দুধে হইল

মাখন আরও ছানা,

কত মানুষ খাইয়া গেল

প্রাণ বন্ধু খাইলোনা,

আশ্বিন মাস চলিয়া গেল

আইলোরে কার্তিক,

যৌবনের জ্বালা আরো

বেড়েছে অধিক,

কার্তিক গেল অগ্রায়ন মাসে

পাকলো আমন ধান,

কই রইলো কই রইলো

আমার বন্ধু কালাচাঁন,

নতুন ধানে বাজলাম সইরে

চিড়া মুড়ি খই,,,,,,,,,

গাছের পাকা সবরি কলা

গামছায় বান্ধা দই, বন্ধু

গাছের পাকা সবরি কলা

গামছায় বান্ধা দই,

বন্ধু আইলোনা আইলোনা

আমারে দেখিতে বন্ধু আইলোনা...

বন্ধু আইলোনা আইলোনা

আমারে দেখিতে বন্ধু আইলোনা...।।।।

---মিউজিক---

মামুন আপলোড বাই

স্টারমেকার বাউল সংগঠন

---মিউজিক----

অগ্রায়ন গেল পৌষ মাসে

শীতে দিল দেখা,

বাসর সাজাইয়া আমি

নিশি কাটাই একা,

মাঘ মাসে আসত যদি

না লাগিত কাথাঁ,

বন্ধুরে বুকে জরাইয়া

কইতাম মনের কথা,

মাঘ মাস চলিয়া গেল

আইলরে ফাল্গুন,,,,

ঘুষিয়া ঘুষিয়া জ্বলে

পিরিতের আগুন,

ফাল্গুন মাস চলিয়া গেল আইলোরে চৈত্রমাস

ঘরের ধান ফুরাইয়া গেছে

থাকি উপবাস,

বারো মাসের ষড়ঋতু

পার হইয়া যায়,,,,,,,,

সুনিলেরই যৌবন গেল

প্রাণ বন্ধুর আশায়, বন্ধু

সুনিলেরই যৌবন গেল

প্রাণ বন্ধুর আশায়,

বন্ধু আইলোনা আইলোনা

আমারে দেখিতে বন্ধু আইলোনা...

বন্ধু আইলোনা আইলোনা

আমারে দেখিতে বন্ধু আইলোনা...।।

----সমাপ্তি---

ধন্যবাদ সবাইকে

Nhiều Hơn Từ Mamun upload by

Xem tất cảlogo

Bạn Có Thể Thích

বারো মাসের বিচ্ছেদ গান của Mamun upload by - Lời bài hát & Các bản Cover