menu-iconlogo
huatong
huatong
masha-islamfarhanrefatshahrin-shahriar-tomay-khuje-jabo-cover-image

Tomay Khuje Jabo

Masha islam/Farhan/ReFat/Shahrin Shahriarhuatong
ılılı__𝗥𝗛𝗬𝗧𝗛𝗠__ılılıhuatong
Lời Bài Hát
Bản Ghi
Arranged by ılılı_RHYTHM_ılılı

Follow ID-62165666499 for more Quality Tracks

কে..

আমারই ঘুম ভাঙিয়ে দিল কে...?

দূরেরই আওয়াজ শোনাল কে?

কেউ যেন ডেকে যায়

আমাকে

নিরবে;

কান পেতে শুনে যাই

তবু

পাইনা তাকে

হারালো সে..

কে..

আমারই ঘুম ভাঙিয়ে দিল কে...?

দূরেরই আওয়াজ শোনাল কে?

কে..

আমারই ঘুম ভাঙিয়ে দিল কে...?

দূরেরই আওয়াজ শোনাল কে?

কেউ যেন ডেকে যায়

আমাকে

নিরবে;

কান পেতে শুনে যাই

তবু

পাইনা তাকে

হারালো সে..

তোমায় খুঁজে যাবো

শত বাঁধা পাড়ি দেব

ভাসিয়ে দিয়েছি নিজেকে

কি বাঁধা ছিল

আমাদেরই মাঝে

তোমার ডাক ফিরে এসেছে

গাও আমার সুরে গাও

থেম না একই তালে গাও

গাও আমার সূরে গাও

একই তালে গাও

Arranged by ılılı_RHYTHM_ılılı

Follow ID-62165666499 for more Quality Tracks

কে..

আলো আধাঁরীর ছায়াময় পথে

হেটে চলে গিয়েছে কে

আলো আধাঁরীর ছায়াময় পথে

হেটে চলে গিয়েছে কে

সে যেনো ফিরে চায়

থমকে

দাঁড়িয়ে

চেয়ে থাকি সে আশায়,

শুন্য দিগন্তের দিকে

আসে না সে..

তোমায় খুঁজে যাবো

শত বাঁধা পাড়ি দেব

ভাসিয়ে দিয়েছি নিজেকে

কি বাঁধা ছিল

আমাদেরই মাঝে

তোমার ডাক ফিরে এসেছে

গাও আমার সুরে গাও

থেম না একি তালে গাও

গাও আমার সুরে গাও

একি তালে গাও

Arranged by ılılı_RHYTHM_ılılı

দিগন্তের সীমারেখায়

আকাশ মাটি মিশে যেথায়,

তবু কেন মিলে না

আকাশের তারাগুলো

লাগে পাশাপাশি আজ

তবু ব্যবধান ছড়িয়ে যায়

তবে কেন দুরাশা মিথ্যে স্বপ্নরা

দুজনকে কেনো পোড়ায়

যদি হবে ভালবাসা

শুধু ভ্রম আর মায়া

কেন জীবণ সমাধি হয়ে যায়

তোমায় খুঁজে যাবো

শত বাঁধা পাড়ি দেব

ভাসিয়ে দিয়েছি নিজেকে

কি বাঁধা ছিল

আমাদেরই মাঝে

তোমার ডাক ফিরে এসেছে

গাও আমার সূরে গাও

থেম না একই তালে গাও

গাও আমার সূরে গাও

একই তালে গাও...

গাও আমার সূরে গাও

একই তালে গাও...

গাও আমার সূরে গাও

থেম না একই তালে গাও

Arranged by ılılı_RHYTHM_ılılı

Nhiều Hơn Từ Masha islam/Farhan/ReFat/Shahrin Shahriar

Xem tất cảlogo

Bạn Có Thể Thích