menu-iconlogo
huatong
huatong
avatar

Dekhle tomay monta amar kobi hoye jai SD Rubel

MD.Anisulhuatong
༺᪣🅐🅝🅘🅢🅤🅛᪣༻☞🇧🇩🅢🅢🅐☜♡.huatong
Lời Bài Hát
Bản Ghi
Uplode By Anisul

সপ্তসুর সঙ্গীত একাডেমী (SSA Family)

দেখলে তোমায় মনটা আমার কবি হয়ে যাই

তাই লিখেছি যাই তমার কথা মনেরই খাতাই

বিধাতা কি সুন্দর করে গড়েছে তোমায়

আহা বুঝিনা কি উপমাতে সাজাবো তোমায়

তোমার প্রেমে পাগল করে দিয়েছ আমায়

মুক্তঝরা হাসি তোমার,কাল হলো যে মনে আমার

মুক্তঝরা হাসি তোমার,কাল হলো যে মনে আমার

সপ্তসুর সঙ্গীত একাডেমী

চোখের আড়াল হলে তুমি,কেঁদে ওঠে প্রাণটা

তোমায় শুধু খোঁজে ফেরে আমার পাগল মনটা

চোখের আড়াল হলে তুমি,কেঁদে ওঠে প্রাণটা

তোমায় শুধু খোঁজে ফেরে আমার পাগল মনটা

তুমি যখন কাছে আসো সুখে ভরে মন

সুখের ফাগুন যাই ছুঁয়ে আমাকে তখন

প্রানের প্রিয় বলে আমি জেনেছি তখন

মুক্তঝরা হাসি তোমার,কাল হলো যে মনে আমার

মুক্তঝরা হাসি তোমার,কাল হলো যে মনে আমার

দেখলে তোমায় মনটা আমার কবি হয়ে যাই

তাই লিখেছি যাই তোমার কথা মনেরই খাতাই

সপ্তসুর সঙ্গীত একাডেমী

তোমায় ছাড়া পৃথিবীতে কিছুই আমি চাই না

সুখে দুখে সাথী হবে শুধু কথা দাও না

তোমায় ছাড়া পৃথিবীতে কিছুই আমি চাই না

সুখে দুখে সাথী হবে শুধু কথা দাও না

কত আশা খোঁজে ভাষা হ্দয় যে এখন

কেমন করে বলবো তুমি কত যে আপন

হ্দয় বীণার সুরে সুরে বেঁধেছি তোমায়

মুক্তঝরা হাসি তোমার,কাল হলো যে মনে আমার

মুক্তঝরা হাসি তোমার,কাল হলো যে মনে আমার

দেখলে তোমায় মনটা আমার কবি হয়ে যাই

তাই লিখেছি যাই তমার কথা মনেরই খাতাই

বিধাতা কি সুন্দর করে গড়েছে তোমায়

আহা বুঝিনা কি উপমাতে সাজাবো তোমায়

তোমার প্রেমে পাগল করে দিয়েছ আমায়

মুক্তঝরা হাসি তোমার,কাল হলো যে মনে আমার

মুক্তঝরা হাসি তোমার,কাল হলো যে মনে আমার

সপ্তসুর সঙ্গীত একাডেমী

Nhiều Hơn Từ MD.Anisul

Xem tất cảlogo

Bạn Có Thể Thích