menu-iconlogo
logo

[HD] Esho he Boishakh-রমনার বটমূলে

logo
Lời Bài Hát
●☁● Uploaded By ●☁●

🌧○@𝐌𝐞𝐆𝐡𝟗𝟓_○🌧

রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে

জানিয়ে দিলাম আমি তোমাকে

এসো বাঙ্গালীর সাজে হাতে যেন চুড়ি বাজে

খোঁপায় যেন বেলীফুল থাকে।

দেখা হবে রে হবে,

দেখা হবে রে হবে

দেখা হবেই হবে পহেলা বৈশাখে

দেখা হবে রে হবে,

দেখা হবে রে হবে

দেখা হবেই হবে পহেলা বৈশাখে

রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে

জানিয়ে দিলাম আমি তোমাকে,

এসো বাঙ্গালীর সাজে,হাতে যেন চুড়ি বাজে

খোঁপায় যেনো বেলীফুল থাকে

দেখা হবে রে হবে,

দেখা হবেরে হবে,

দেখা হবেই হবে পহেলা বৈশাখে

দেখা হবে রে হবে,

দেখা হবে রে হবে,

দেখা হবেই হবে পহেলা বৈশাখে।

●☁● Uploaded By ●☁●

🌧○@𝐌𝐞𝐆𝐡𝟗𝟓_○🌧

বাঁশি আর ঢোলে মুখরিত চারিদিক

হাজার লোকের ভীড়ে খুঁজে নেব ঠিক

🌧○@𝐌𝐞𝐆𝐡𝟗𝟓_○🌧

বাঁশি আর ঢোলে মুখরিত চারিদিক

হাজার লোকের ভীড়ে খুঁজে নেব ঠিক

তোমার কাজল চোখে দেখব অপলকে

পাগল করেছে কে এই আমাকে

দেখা হবে রে হবে,

দেখা হবে রে হবে,

দেখা হবেই হবে পহেলা বৈশাখে

দেখা হবে রে হবে,

দেখা হবে রে হবে,

দেখা হবেই হবে পহেলা বৈশাখে।

●☁● Uploaded By ●☁●

🌧○@𝐌𝐞𝐆𝐡𝟗𝟓_○🌧

প্রথম সকাল থেকে একটা দুপুর

বাজবে দু'টি মনে সুখের নূপুর

🌧○@𝐌𝐞𝐆𝐡𝟗𝟓_○🌧

প্রথম সকাল থেকে একটা দুপুর

বাজবে দু'টি মনে সুখের নূপুর

ছায়ানটের গানে খুঁজব প্রেমের মানে

সাজিয়ে দুজনার স্বপ্নটাকে

দেখা হবে রে হবে,

দেখা হবে রে হবে,

দেখা হবেই হবে পহেলা বৈশাখে

দেখা হবে রে হবে,

দেখা হবে রে হবে

দেখা হবেই হবে পহেলা বৈশাখে

রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে

জানিয়ে দিলাম আমি তোমাকে

এসো বাঙ্গালীর সাজে হাতে যেনো চুড়ি বাজে

খোঁপায় যেন বেলীফুল থাকে

দেখা হবে রে হবে,

দেখা হবে রে হবে

দেখা হবেই হবে পহেলা বৈশাখে

দেখা হবে রে হবে,

দেখা হবে রে হবে

দেখা হবেই হবে পহেলা বৈশাখে

দেখা হবে রে হবে,

দেখা হবে রে হবে

দেখা হবেই হবে পহেলা বৈশাখে..

..Thank you..

[HD] Esho he Boishakh-রমনার বটমূলে của MeGh95_/Asif - Lời bài hát & Các bản Cover