menu-iconlogo
huatong
huatong
avatar

Mon Mane Na Ar Sohena

melody music worldhuatong
❤🏩ORPYTA🏩❤🌠🔯𝐌𝐌𝐖🔯🌠huatong
Lời Bài Hát
Bản Ghi
মন মানে না,,,

প্রান মানে না,,,,

মন মানে না

প্রান মানে না

আর সহেনা দেরি

কবে পাবো দেখা তোমারি

মন মানে না,,,

প্রান মানে না,,,,

মন মানে না

প্রান মানে না

আর সহেনা দেরি

কবে পাবো দেখা তোমারি,,,,,

?

?মিউজিক ?

একটি মিনিট লাগছে যেনো

এক যুগেরী মতন।

তোমার দেখা না পেলে যে

পাগল হবে মন।

একটি মিনিট লাগছে যেনো

এক যুগেরী মতন।

তোমার দেখা না পেলে যে

পাগল হবে মন।

দাওনা ধরা আর খেলোনা

লুকোচুরি,,,,,

কবে পাবো দেখা তোমারে।

মন মানে না,,,

প্রান মানে না,,,,

মন মানে না

প্রান মানে না

আর সহেনা দেরি

কবে পাবো দেখা তোমারি।

?মিউজিক ?

স্বপ্ন হয়ে ছিলে তুমি

এই দুটি নিয়নে,,,,

দেবে দেখা সেই তুমি যে আমার জীবনে।

স্বপ্ন হয়ে ছিলে তুমি

এই দুটি নিয়নে,,,,

দেবে দেখা সেই তুমি যে আমার জীবনে।

বন্ধু তুমি এসো কাছে তাড়াতাড়ি,,,,

কবে পাবো দেখা তোমারি।

মন মানে না,,,

প্রান মানে না,,,,

মন মানে না

প্রান মানে না

আর সহেনা দেরি

কবে পাবো দেখা তোমারি

মন মানে না,,,

প্রান মানে না,,,,

মন মানে না

প্রান মানে না

আর সহেনা দেরি

কবে পাবো দেখা তোমারি।

Nhiều Hơn Từ melody music world

Xem tất cảlogo

Bạn Có Thể Thích