menu-iconlogo
huatong
huatong
avatar

Deyale Deyale Acoustic

Minar Rahmanhuatong
Offline_Userhuatong
Lời Bài Hát
Bản Ghi
গানঃ দেয়ালে দেয়ালে

মিনার রহমান

Uploaded by SA-SHAHED

বলো না কেনো তুমি বহুদূর

কেনো আমি একা

হৃদয়ে ভাঙচুর.....

জানো না

তুমি হীনা এ আমার

স্বপ্ন মেঘে ঢাকা

নামে না রোদ্দুর.....

বলো না কেনো তুমি বহুদূর

কেনো আমি একা

হৃদয়ে ভাঙচুর.....

জানো না

তুমি হীনা এ আমার

স্বপ্ন মেঘে ঢাকা

নামে না রোদ্দুর.....

দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে

হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি,

আড়ালে আড়ালে, কোথায় হারালে

ফিরে তুমি আর আসবে না বুঝি?....

কত রাত কেটে গেছে আঁধারে

নেইতো ভোরের দেখা

বোঝাবো কিভাবে?......

কত ঘুম মিশে গেছে অজানায়

জানে শুধু দু'চোখ

ভুল সে স্বভাবে...

দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে

হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি.....

আড়ালে আড়ালে, কোথায় হারালে

ফিরে তুমি আর আসবে না বুঝি?......

Thank you....

Nhiều Hơn Từ Minar Rahman

Xem tất cảlogo

Bạn Có Thể Thích

Deyale Deyale Acoustic của Minar Rahman - Lời bài hát & Các bản Cover