menu-iconlogo
huatong
huatong
miraz-vabte-vabte-tare-ami-max-cover-image

Vabte vabte tare ami_Max"

mirazhuatong
Ronilhuatong
Lời Bài Hát
Bản Ghi
Vabte Vabte Tare Ami

Eemce mehad

Choices by Esha

********** **********

তাকিয়া আসমানের দিকে

সে কি বলো আছে সুখে

ভাবিয়া কান্দিয়া মরি

সে যে পাশে নাই..

বিধাতা আমাকে বলো

কোথায় গেলে তারে পাবো

যন্ত্রনা গুলো আমাকে

ভেতরে পোড়াই।

তাকিয়া আসমানের দিকে

সে কি বলো আছে সুখে

ভাবিয়া কান্দিয়া মরি

সে যে পাশে নাই..

বিধাতা আমাকে বলো

কোথায় গেলে তারে পাবো

যন্ত্রনা গুলো আমাকে

ভেতরে পোড়াই।

ভাবতে ভাবতে তারে আমি

চোখ বুঝিয়া জরাই ধরি

চোখ মেলিয়া দেখি আমি

সে যে বুকে নাই..

ভাবতে ভাবতে তারে আমি

চোখ বুঝিয়া জরাই ধরি

চোখ মেলিয়া দেখি আমি

সে যে বুকে নাই

প্রিয়ারে প্রিয়ারে প্রিয়া

কেনো দিলি আমায় ভাঙ্গিয়া,

প্রিয়ারে প্রিয়ারে প্রিয়া

মন আমার দিলি ভাঙ্গিয়া..

********* *********

এখন আমি একা থাকি

নিজেরে আয়নাতে দেখি

চোখ দুইটা মেইলা দেখি

চোখে পানি নাই,

রক্ত জইম্মা হইছে কালো

তবু তুমি থাকো ভালো

কষ্ট গুলো পুইষা রাখি

তোমারই নেশায়।

এখন আমি একা থাকি

নিজেরে আয়নাতে দেখি

চোখ দুইটা মেইলা দেখি

চোখে পানি নাই,

রক্ত জইম্মা হইছে কালো

তবু তুমি থাকো ভালো

কষ্ট গুলো পুইষা রাখি

তোমারই নেশায়।

ভাবতে ভাবতে তারে আমি

চোখ বুঝিয়া জড়াই ধরি

চোখ মেলিয়া দেখি আমি

সে যে বুকে নাই..

ভাবতে ভাবতে তারে আমি

চোখ বুঝিয়া জড়াই ধরি

চোখ মেলিয়া দেখি আমি

সে যে বুকে নাই।

প্রিয়ারে প্রিয়ারে প্রিয়া ..

কেনো দিলি আমায় ভাঙ্গিয়া

প্রিয়ারে প্রিয়ারে প্রিয়া

মন দিলি আমার ভাঙ্গিয়া

প্রিয়ারে প্রিয়ারে প্রিয়া ..

কেনো দিলি আমায় ভাঙ্গিয়া

প্রিয়ারে প্রিয়ারে প্রিয়া

মন দিলি আমার ভাঙ্গিয়া

প্রিয়ারে প্রিয়ারে প্রিয়া ..

কেনো দিলি আমায় ভাঙ্গিয়া

প্রিয়ারে প্রিয়ারে

প্রিয়ারে প্রিয়া...!

Nhiều Hơn Từ miraz

Xem tất cảlogo

Bạn Có Thể Thích