menu-iconlogo
huatong
huatong
mitali-mukharjee-ami-ki-tomar-moto-ato-bhalobashtey-pari-cover-image

Ami ki Tomar Moto Ato Bhalobashtey Pari

Mitali Mukharjeehuatong
𝕸𝖔𝖘𝖙𝖆𝖋𝖆⚔️ℂℤ🇧🇩huatong
Lời Bài Hát
Bản Ghi
আমি কি তোমার মত এতো ভালবাসতে পারি

মিতালী মূখার্জী

সৌজন্যঃ কান্তা

আমি কি তোমার মত এতো ভালবাসতে পারি

আমি কি তোমার মত এতো ভালবাসতে পারি

আমি তো শুধুই নিরব পায়ে কাছে আসতে পারি

আমি তো শুধুই নিরব পায়ে কাছে আসতে পারি

আমি কি তোমার মত এতো ভালোবাসতে পারি....

তোমার ও প্রেম যেন পাগল ঝড়ের হাওয়া ,

এ প্রেম আমার , জানে শুধু ধুপের জ্বলে যাওয়া।

তোমার ও প্রেম যেন পাগল ঝড়ের হাওয়া ,

এ প্রেম আমার , জানে শুধু ধুপের জ্বলে যাওয়া।

ধুপের জ্বলে যাওয়া…

আমি কি সহজে ঐ জয়ের হাসি হাসতে পারি

আমি কি তোমার মত এত ভালোবাসতে পারি....

তোমার জীবন জুড়ে ফাগুন ফুলের মেলা,

জীবন আমার, জানে শুধু ঝরা পাতার খেলা।

তোমার জীবন জুড়ে ফাগুন ফুলের মেলা,

জীবন আমার, জানে শুধু ঝরা পাতার খেলা।

ঝরা পাতার খেলা…

আমি কি অথৈই, সুখের খেয়ায় বলো ভাসতে পারি

আমি কি তোমার মত এতো ভালবাসতে পারি

আমি তো শুধুই নিরব পায়ে কাছে আসতে পারি

আমি তো শুধুই নিরব পায়ে কাছে আসতে পারি…

আমি কি তোমার মত এতো ভালবাসতে পারি।

ধন‍্যবাদ

Nhiều Hơn Từ Mitali Mukharjee

Xem tất cảlogo

Bạn Có Thể Thích