menu-iconlogo
logo

এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই

logo
Lời Bài Hát
এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই।

মিতালী মুখার্জী

এই দুনিয়া এখন তো আর ,সেই দুনিয়া নাই ,

মানুষ নামের মানুষ আছে,দুনিয়া বোঝাই ,..

এই দুনিয়া এখন তো আর,সেই দুনিয়া নাই ,

মানুষ নামের মানুষ আছে,দুনিয়া বোঝাই ,

এই মানুষের ভীড়ে আমার,সেই মানুষ নাই ,

এই মানুষের ভীড়ে আমার,সেই মানুষ নাই।

এই মাটির দেহ খাইলো ঘুনে,

দেখলো না তো কেউ ,

সারা জীবন দুই নয়নে,রইলো জলের ঢেউ,

এই মাটির দেহ খাইলো ঘুনে,

দেখলো না তো কেউ ,

সারা জীবন দুই নয়নে,রইলো জলের ঢেউ,

আমার,দুঃখের কথা কইতে গেলে,

এই দুনিয়ার সবাই বলে,শোনার সময় নাই ,

এই মানুষের ভীড়ে আমার,সেই মানুষ নাই ,

এই মানুষের ভীড়ে আমার,সেই মানুষ নাই।

হায় এখন বুঝি দারুণ সময়,

বদলে গেছে দিন ,কেউ আমারে চায় না দিতে,

একটু সময় ঋণ ,

হায় এখন বুঝি দারুণ সময়,

বদলে গেছে দিন ,কেউ আমারে চায় না দিতে,

একটু সময় ঋণ,

আমার,মনের বাগান রইলো খালি,

সে বাগানের সুজন মালি,বলো কোথায় পাই ,

এই মানুষের ভীড়ে আমার,সেই মানুষ নাই ,

এই মানুষের ভীড়ে আমার,সেই মানুষ নাই,.

এই দুনিয়া এখন তো আর,সেই দুনিয়া নাই ,

মানুষ নামের মানুষ আছে,দুনিয়া বোঝাই ,

এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই của Mitali Mukherjee - Lời bài hát & Các bản Cover