menu-iconlogo
logo

Keno Asha Bedhe Rakhi

logo
Lời Bài Hát

কেন আশা বেঁধে রাখি

কেন আশা বেঁধে রাখি

কেন দীপ জেলে রাখি ই

কেন আশা বেঁধে রাখি

জানি আসবেনা ফিরে আর তুমি

জানি আসবেনা ফিরে আর তুমি

তবু পথ পানে চেয়ে থাকি

কেন আশা বেঁধে রাখি

কেন আশা বেঁধে রাখি

জানবেনা তুমি বুঝবেনা তুমি

এই ব্যথা আমার এই জ্বালা আমার

জানবেনা তুমি বুঝবেনা তুমি

ছিলে কাছে যখন ছিল সবই আপন

ছিলে কাছে যখন ছিল সবই আপন

সেই ভেবে জলে ভরে আঁখি

কেন আশা বেঁধে রাখি

কেন আশা বেঁধে রাখি

কত আশা ছিল ,কত ছিল যে গান

কত হাসি ছিল কত অভিমান

কত আশা ছিল ,কত ছিল যে গান

কত হাসি ছিল কত অভিমান

সূর্য জ্বলা এই সকাল আমার

সূর্য জ্বলা এই সকাল আমার

আঁধারে সবই গেলো ঢাকি

কেন আশা বেঁধে রাখি

কেন আশা বেঁধে রাখি

এই মনের কথা হয়নিতো বলা

হয়নিতো আজ সেই পথে চলা

এই মনের কথা হয়নিতো বলা

স্বপ্ন যে ছিল সবই তোমার দেয়া

স্বপ্ন যে ছিল সবই তোমার দেয়া

তবে কেন দিলে তুমি ফাঁকি

কেন আশা বেঁধে রাখি

কেন আশা বেঁধে রাখি

কেন দীপ জেলে রাখি

কেন আশা বেঁধে রাখি

জানি আসবেনা ফিরে আর তুমি

জানি আসবেনা ফিরে আর তুমি

তবু পথ পানে চেয়ে থাকি

কেন আশা বেঁধে রাখি

কেন আশা বেঁধে রাখি

কেন দীপ জেলে রাখি

কেন আশা বেঁধে রাখি

Keno Asha Bedhe Rakhi của Mitali Mukherjee - Lời bài hát & Các bản Cover