menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Klanto Bikel | Bodmaish Polapan

Mohasin Rezahuatong
nerowolf1huatong
Lời Bài Hát
Bản Ghi
Bodmaish Polapan Natok Song

Title: Amar Klanto Bikel

Singer: Rayhan Islam Shuvro

Track Create & Upload By: Mᴏʜᴀsɪɴ_Ʀᴇᴢᴀ

@Mᴏʜᴀsɪɴ_Ʀᴇᴢᴀ_σғιcιαℓ

আমার এ ক্লান্ত বিকেল

বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ

হেঁটেছি গন্তব্যহীন

চেনা এ শহরের গলি

তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন‌‌‌ আপন লাগে

তোরা ভুলে যাস না কখনো

আমাদের বন্ধুত্ব রঙিন, কোনো ঘুড়ির মতো

@Mᴏʜᴀsɪɴ_Ʀᴇᴢᴀ_σғιcιαℓ

চির চেনা শহরের প্রতিটি দেওয়ালে

বুক চাপা অভিমান

তাও প্রতি প্রহরে চোখে স্বপ্ন নিয়ে

বেঁচে থাকার গান

খুব বেশী না বোঝা আমার জীবনে

কিছু বন্ধু নিয়ে

রাতের পরে দিন, দিনের পরে রাত

এই অভিযান

সন্ধ্যা নামার আগে

ঘামে ভেজা শরীরে বাড়ি ফেরার তাড়া

আমার শহুরে জীবনের গল্প লেখে যারা

তোদের বলি

আমার এ ক্লান্ত বিকেল

বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ

হেঁটেছি গন্তব্যহীন

চেনা এ শহরের গলি

তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন‌‌‌ আপন লাগে

তোরা ভুলে যাস না কখনো

আমাদের বন্ধুত্ব রঙিন, কোনো ঘুড়ির মতো

কোনো ঘুড়ির মতো

For Buy Any "Karaoke Music Track" Contact "Mᴏʜᴀsɪɴ_Ʀᴇᴢᴀ" WhatsApp @ +8801767269823

Nhiều Hơn Từ Mohasin Reza

Xem tất cảlogo

Bạn Có Thể Thích

Amar Klanto Bikel | Bodmaish Polapan của Mohasin Reza - Lời bài hát & Các bản Cover