menu-iconlogo
logo

নয়নের কাছে থেকো, Noyoner Kache Theko

logo
avatar
Mohonlogo
★𝙈𝙊𝙃𝙊𝙉★—͟͟͞͞𖣘𝘽𝙊𝙎𝙎࿐logo
Vào Ứng Dụng Để Hát
Lời Bài Hát
(F)নয়নের কাছে থেকো

হৃদয়ে ধরে রেখো

করোনা সঙ্গী বিহীন

আমায় কোনো দিন

ও মাই লাভ...

ও মাই... লাভ...

(M)নয়নের কাছে থেকো

হৃদয়ে ধরে রেখো

করোনা সঙ্গী বিহীন

আমায় কোনো দিন

ও মাই লাভ...

ও মাই... লাভ...

(F) ছোট ছোট কত আশা এই বুকে

চুপি চুপি রেখেছি ধরে...

সেই আশা এত দিনে ফুটলো যে

ফুল হয়ে এ অন্তরে...

wait....

(M) ছোট ছোট কত আশা এই বুকে

চুপি চুপি রেখেছি ধরে...

সেই আশা এত দিনে ফুটলো যে

ফুল হয়ে এ অন্তরে...

(F) আমার-ই হলে তুমি

আমার-ই থেকো...

(M) ভালোবেসে চিরদিন

কাছে ডেকো...

(F) নয়নের কাছে থেকো

হৃদয়ে ধরে রেখো

করোনা সঙ্গী বিহীন

আমায় কোনো দিন

ও মাই লাভ...

ও মাই... লাভ...

(M)সুখে দুঃখে তুমি আমি রইবো যে

পাশাপাশি সারাটি জীবন...

ভূল করে দূরে সরে যাবো না

যদি আসে গো মরণ...

wait....

(F)সুখে দুঃখে তুমি আমি রইবো যে

পাশাপাশি সারাটি জীবন...

ভূল করে দূরে সরে যাবো না

যদি আসে গো মরণ...

(M)প্রাণের-ই পরাগে মন

জড়িয়ে রেখো...

(F)প্রেমের-ই চাদর দিয়ে

আমারে ঢেকো...

(M)নয়নের কাছে থেকো

হৃদয়ে ধরে রেখো

করোনা সঙ্গী বিহীন

আমায় কোনো দিন

ও মাই লাভ...

ও মাই... লাভ...

(F)নয়নের কাছে থেকো

হৃদয়ে ধরে রেখো

করোনা সঙ্গী বিহীন

আমায় কোনো দিন

ও মাই লাভ...

ও মাই... লাভ...।

নয়নের কাছে থেকো, Noyoner Kache Theko của Mohon - Lời bài hát & Các bản Cover