menu-iconlogo
huatong
huatong
avatar

এক দিন ঘুম ভেঙ্গে দেখি / Ak Din Ghum Venge Dekhi

Mohona Koraokehuatong
Uploder𝄞Mahamudhuatong
Lời Bài Hát
Bản Ghi
Lyrics: Ek Din Ghum Venge Dekhi

Sheikh Ishtiak

Starmaker official upload

Mahamud Hasan

একদিন ঘুম ভেঙ্গে দেখি

সুখের সমুদ্র শুকিয়ে গেছে

জীবনের কল্পনা

নিস্প্রান দেহ হয়ে

শুকনো বালুর বুকে

পড়ে আছে….

একদিন ঘুম ভেঙ্গে দেখি

মিউজিক

নীল নেই আকাশে

নেই কোন নীল

ভাসে না চোখে আর

আলো ঝিলমিল

শুভ্র মেঘগুলি

কালো শাড়ি পড়ে

উড়ায় বিষাদের আচল

সূর্যটা যেন আজ

আড়ালে লুকিয়ে

থেকে থেকে দেয় উকি

সূর্যটা যেন আজ

আড়ালে লুকিয়ে

থেকে থেকে দেয় উকি

একদিন ঘুম ভেঙ্গে দেখি

মিউজিক

কূল নেই জীবনের

ভেঙ্গেছে দু’কূল

অকালে ঝরেই গেছে

প্রেমেরই মুকুল

স্তব্ধ হয়ে আছে

পাখিগুলি ভোরে

কান্নার ঢেউ চেপে বুকে

শেষ হয়ে গেছে আজ

আশা যত জীবনে

মরণ যেন শুধু বাকি

শেষ হয়ে গেছে আজ

আশা যত জীবনে

মরণ যেন শুধু বাকি

একদিন ঘুম ভেঙ্গে দেখি

সুখের সমুদ্র শুকিয়ে গেছে

জীবনের কল্পনা

নিস্প্রান দেহ হয়ে

শুকনো বালুর বুকে

পড়ে আছে….

একদিন ঘুম ভেঙ্গে দেখি

সুখের সমুদ্র শুকিয়ে গেছে

জীবনের কল্পনা

নিস্প্রান দেহ হয়ে

শুকনো বালুর বুকে

পড়ে আছে…

একদিন ঘুম ভেঙ্গে দেখি

একদিন ঘুম ভেঙ্গে দেখি

একদিন ঘুম ভেঙ্গে দেখি

Nhiều Hơn Từ Mohona Koraoke

Xem tất cảlogo

Bạn Có Thể Thích