menu-iconlogo
huatong
huatong
avatar

Amay Eto Rate Keno Dak Dili

Momtaz Begumhuatong
powergirl2001huatong
Lời Bài Hát
Bản Ghi

আমায় এত রাতে ক্যানে ডাক দিলি

প্রাণ কোকিলা রে

আমায় এত রাতে ক্যানে ডাক দিলি

আমায় এত রাতে ক্যানে ডাক দিলি

প্রাণ কোকিলা রে

আমায় এত রাতে ক্যানে ডাক দিলি

নিভা ছিল মনের আগুন

জ্বালাইয়া গেলি প্রাণ কোকিলা রে

আমায় এত রাতে ক্যানে ডাক দিলি

আম ধরে থোকা থোকা

তেতুল ধরে ব্যাকা

হায়রে তেতুল ধরে ব্যাকা...

আম ধরে থোকা থোকা

তেতুল ধরে ব্যাকা

হায়রে তেতুল ধরে ব্যাকা

আমার আসবে বলে শ্যাম কালাচাঁন

নাহি দিল দেখা প্রাণ কোকিলা রে

আমায় এত রাতে ক্যানে ডাক দিলি

আমার শিয়রে শাশুড়ী ঘুমায়

জলন্ত নাগিনী হায়রে জলন্ত নাগিনী…

আমার শিয়রে শাশুড়ী ঘুমায়

জলন্ত নাগিনী হায়রে জলন্ত নাগিনী

আমার পৈঠানে ননদী শুয়ে

দুরন্ত ডাকিনী প্রাণ কোকিলা রে

আমায় এত রাতে ক্যানে ডাক দিলি

আম গাছে আম ধরে জাম গাছে জাম

হায়রে জাম গাছে জাম

আম গাছে আম ধরে জাম গাছে জাম

হায়রে জাম গাছে জাম

আমি পন্থের দিকে চাইয়া থাকি

আসেনি মোর শ্যাম প্রাণ কোকিলা রে

আমায় এত রাতে ক্যানে ডাক দিলি

বন্ধুর বাড়ী আমার বাড়ী মইধ্যে জলের বেড়া

ওরে হাত বাড়াইয়া দিতেরে পার

হাত বাড়াইয়া দিতেরে পার

কপাল দেখি পোড়া,

প্রান কোকিলারে

আমায় এত রাতে ক্যানে ডাক দিলি

আমায় এত রাতে ক্যানে ডাক দিলি

প্রাণ কোকিলা রে

আমায় এত রাতে ক্যানে ডাক দিলি

নিভা ছিল মনের আগুন

জ্বালাইয়া গেলি প্রাণ কোকিলা রে

আমায় এত রাতে ক্যানে ডাক দিলি

Nhiều Hơn Từ Momtaz Begum

Xem tất cảlogo

Bạn Có Thể Thích