menu-iconlogo
logo

ঘুম আসেনা একলা রাতে Ghum Ashena Ekla Rate

logo
Lời Bài Hát
ঘুম আসেনা একলা রাতে

কথা বলি হাওয়ার সাথে

ঘুম আসেনা একলা রাতে

কথা বলি হাওয়ার সাথে

রাতের জোনাক সেওতো বুঝে আমার বেদনা

বুঝলোনারে এই আমারে আমার অঞ্জনা

অঞ্জনারে বুঝলোনারে

অঞ্জনারে খুঁজলোনারে

ঘুম আসেনা একলা রাতে

কথা বলি হাওয়ার সাথে

রাতের জোনাক সেওতো বুঝে আমার বেদনা

বুঝলোনারে এই আমারে আমার অঞ্জনা

অঞ্জনারে বুঝলোনারে

অঞ্জনারে খুঁজলোনারে

কত সৃতি খেলা করে বুকের বারান্দাতে

সৃতি বড় বেদনাময় পারে যে কান্দাতে

কত সৃতি খেলা করে বুকের বারান্দাতে

সৃতি বড় বেদনাময় পারে যে কান্দাতে

নীরব রাতে সৃতি তবু সুখের সান্তনা

বুঝলোনারে এই আমারে আমার অঞ্জনা

অঞ্জনারে বুঝলোনারে

অঞ্জনারে খুঁজলোনারে

যে আমারে এমন করে মন ভরে কাঁদালো

বিধি জেনো সারা জীবন রাখে তারে ভালো

যে আমারে এমন করে মন ভরে কাঁদালো

বিধি জেনো সারা জীবন রাখে তারে ভালো

বুকের বাউল তবু তারি করে বন্দনা

বুঝলোনারে এই আমারে আমার অঞ্জনা

অঞ্জনারে বুঝলোনারে

অঞ্জনারে খুঁজলোনারে

ঘুম আসেনা একলা রাতে

কথা বলি হাওয়ার সাথে

ঘুম আসেনা একলা রাতে

কথা বলি হাওয়ার সাথে

রাতের জোনাক সেওতো বুঝে আমার বেদনা

বুঝলোনারে এই আমারে আমার অঞ্জনা

অঞ্জনারে বুঝলোনারে

অঞ্জনারে খুঁজলোনারে

ঘুম আসেনা একলা রাতে

কথা বলি হাওয়ার সাথে

রাতের জোনাক সেওতো বুঝে আমার বেদনা

বুঝলোনারে এই আমারে আমার অঞ্জনা

অঞ্জনারে বুঝলোনারে

অঞ্জনারে খুঁজলোনারে

অঞ্জনারে বুঝলোনারে

অঞ্জনারে খুঁজলোনারে

ঘুম আসেনা একলা রাতে Ghum Ashena Ekla Rate của Monir Khan - Lời bài hát & Các bản Cover