সুরের মূর্ছনায় পক্ষ থেকে
আপনাকে স্বগতম
আপলোড বাই
Monirul
ভালবাসার আগুন জ্বেলে
কেন তুমি চলে গেলে
সেই আগুনে জলি আজও আমি
বদলে গিয়েছো শুধু তুমি..
বদলে গিয়েছো শুধু তুমি..
ভালবাসার আগুন জ্বেলে
কেন তুমি চলে গেলে
সেই আগুনে জলি আজও আমি
বদলে গিয়েছো শুধু তুমি
বদলে গিয়েছো শুধু তুমি
ও পিয়া ও পিয়া ও পিয়া ও পিয়া
====?====
নতুন নতুন গান পেতে আমার সংবুক দেখুন
আপলোড বাই
Monirul
তুমি তো বলেছিলে থাকবো তোমার পাশে
মেনে নেবো এই জীবনে দুঃখ যদি আসে
তুমি তো বলেছিলে থাকবো তোমার পাশে
মেনে নেবো এই জীবনে দুঃখ যদি আসে
তবে কেন চলে গেলে
এ বুকে আগুন জ্বেলে
তবে কেন চলে গেলে
এ বুকে আগুন জ্বেলে
কথা রাখলেনা কথা দিয়া
ও পিয়া ও পিয়া ও পিয়া ও পিয়া
====?====
?প্লিজ!কেউ কপি করবেন না।?
গানের শেষে একটা লাইক দিবেন
সারাদিনে তোমার কথা ভাবি কতবার
মনে কি পরেনা ওগো আমাকে একবার
সারাদিনে তোমার কথা ভাবি কতবার
মনে কি পরেনা ওগো আমাকে একবার
আমায় তুমি গেছ ভুলে
আমি ভাসি চোখের জলে
আমায় তুমি গেছ ভুলে
আমি ভাসি চোখের জলে
দেখে যাও একবার আসিয়া
ও পিয়া ও পিয়া ও পিয়া ও পিয়া
ভালোবাসার আগুন জেলে
কেন তুমি চলে গেলে
সেই আগুনে জলি আজও..আমি
বদলে গিয়েছো শুধু তুমি
বদলে গিয়েছো শুধু তুমি
ও পিয়া ও পিয়া ও পিয়া ও পিয়া
ও পিয়া ও পিয়া ও পিয়া ও পিয়া
ও পিয়া ও পিয়া ও পিয়া...ও পিয়া
>> ধন্যবাদ <<