menu-iconlogo
huatong
huatong
avatar

Biday

Muhinhuatong
sapheal63886388huatong
Lời Bài Hát
Bản Ghi
বিদায় বলো না বন্ধু

চলে যেতেই যদি হয়

কেনো এসেছিলে এ হৃদয়

বলেছো যেমন হয়েছি তেমন

ঠিক তোমারি চেয়েছো যেমন

মিথ্যে তবে কি বলতে আমায়

তুমি ছাড়া অন্ধ যাবো কোথায়

বিদায় বলো না বন্ধু

চলে যেতেই যদি হয়

কেনো এসেছিলে এ হৃদয়

যদি চলে যাও এ চোখ নিয়ে যাও

পৃথিবী আঁধার দাও করে দাও

তুমি ছাড়া সূর্যের কি আছে দাম

আঁধারেই থাকবো একা অসহায়

বিদায় বলো না বন্ধু

চলে যেতেই যদি হয়

কেনো এসেছিলে এ হৃদয়

Nhiều Hơn Từ Muhin

Xem tất cảlogo

Bạn Có Thể Thích

Biday của Muhin - Lời bài hát & Các bản Cover