menu-iconlogo
huatong
huatong
avatar

আমি আগের ঠিকানায় আছি

Murad Ami Ager Thikanay Achi ami ager thikanay achihuatong
megagym1huatong
Lời Bài Hát
Bản Ghi
আমি আগের ঠিকানায় আছি

সময় করে এসো একদিন

দু’জনে কিছুক্ষণ

বসি পাশাপাশি।

আমি আগের ঠিকানায় আছি

সময় করে এসো একদিন

দু’জনে কিছুক্ষণ

বসি পাশাপাশি লা লা

আমি আগের ঠিকানায় আছি

চেয়ে থাকব শুধু চোখে চোখে

থাকবে না কোন কথা কারো মুখে

চেয়ে থাকব শুধু চোখে চোখে

থাকবে না কোন কথা কারো মুখে

চোখের জলে ফেলব মুছে

স্বপ্ন যত দেখেছি।

আমি আগের ঠিকানায় আছি

লা লালা লা লা

লা লা লা লা লা লা

লা লা লা লা লা লা লা লা লা

লা লা লা

সব ভালবাসা জানি হয় না অমর

সব প্রেম বাঁধে না তো সুখের ঘর

সব ভালবাসা জানি হয় না অমর

তবুও কিছু মন সারাটি জীবন

রয়ে যায় কাছাকাছি।

আমি আগের ঠিকানায় আছি

সময় করে এসো একদিন

দু’জনে কিছুক্ষণ বসি

পাশাপাশি লা লা লা

আমি আগের ঠিকানায় আছি

লা লা লা লা লা লা লা

লা লা লা লা লা লা লা

লা লা লা লা লা লা

লা লা লা লা লা লা

সমাপ্ত

Bạn Có Thể Thích