menu-iconlogo
huatong
huatong
nasib-bd-tumi-bondhu-amar-cover-image

Tumi Bondhu Amar |তুমি বন্ধু আমার চির সুখে থাকো

Nasib BDhuatong
🖤⃝ᶦᶬ᭄Nasib🖤⃝࿐bᵈ᭄huatong
Lời Bài Hát
Bản Ghi
This Track

<<<<>>>>

তুমি বন্ধু আমার চির সুখে থাকো

আমি একা সুখে দুখে হেসে যাবো

বকুলের মতো ঝড়িয়া মরনা

তুমি বন্ধু আমার চির সুখে থাকো

আমি প্রেমের ও বাগিছার মালী হয়ে

মালা গেতে ছিলাম তারে পড়াবো বলে

সেই মালা খানি হাতে রয়ে গেলো

তুমি বন্দু আমার চির সুখে থাকো

কাগজের ফুলে কভু ভ্রমর আসেনা

মরা গাছে কখনো ফুল ফোটেনা

কাগজের ফুলে কভু ভ্রমর আসেনা

মরা গাছে কখনো ফুল ফোটেনা

কলমের কালি যদি ফুরিয়ে যায়..

জীবনের খাতা শূন্য থেকে যায়

আমি লিখবো কোথায়

তুমি বন্দু আমার চির সুখে থাকো

আমি একা সুখে দুখে হেসে যাবো

বকুলের মতো ঝড়িয়া মরনা

তুমি বন্দু আমার চির সুখে থাকো

?BdNasib?

Follow?BdNasib?

?S?

ভালোবাসা যদি হয় মিছে ভরসা

আশা নিয়ে থাকা হল শুধু দুরাশা

ভালোবাসা যদি হয় মিছে ভরসা

আশা নিয়ে থাকা হল শুধু দুরাশা

জীবনের মায়া ছেরে যদি চলে যায়..

প্রেমের সমাধী গরে দিয় বলে যাই

আমি শুধু বলে যাই

তুমি বন্ধু আমার চির সুখে থাকো

আমি একা সুখে দুখে হেসে যাবো

বকুলের মতো ঝড়িয়া মরনা

তুমি বন্ধুআমার চির সুখে থাকো

আমি প্রেমের ও বাগিচার মালী হয়ে

মালা গেতে ছিলাম তারে পড়াবো বলে

সেই মালা খানি হাতে রয়ে গেলো

তুমি ব্ন্ধু আমার চির সুখে থাকো

?Thanks For like?

Follow?BdNasib?

Nhiều Hơn Từ Nasib BD

Xem tất cảlogo

Bạn Có Thể Thích