menu-iconlogo
huatong
huatong
newton-dandali-ovijog-cover-by-prem-cover-image

Ovijog cover by prem

Newton dandalihuatong
ᶜˢ𝐍𝐄𝐖𝐓𝐎𝐍🔥.huatong
Lời Bài Hát
Bản Ghi
আমার সকল অভিযোগে তুমি

তোমার মিষ্টি হাসিটা কি আমি?

আমার না বলা কথার ভাঁজে

তোমার গানের কত সুর ভাসে

তোমায় নিয়ে আমার লেখা গানে

অযথা কত স্বপ্ন বোনা আছে

আমার হাতের আঙুলের ভাঁজে

তোমাকে নিয়ে কত কাব্য রটে

ভুলিনি তো আমি তোমার মুখে হাসি

আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি

আসো আবারও কাছে, হাতটা ধরে পাশে

তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে

এই পৃথিবীতে

তোমার পথে পা মিলিয়ে চলা

তোমার হাতটি ধরে বসে থাকা

আমার আকাশে তোমার নামটি লেখা

সাদার আকাশে কালো-আবছা বোনা

তোমায় নিয়ে আমার লেখা গানে

অযথা কত স্বপ্ন বোনা আছে

আমার হাতের আঙুলের ভাঁজে

তোমাকে নিয়ে কত কাব্য রটে

ভুলিনি তো আমি তোমার মুখে হাসি

আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি

আসো আবারও কাছে, হাতটা ধরে পাশে

তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে

এই পৃথিবীতে...

Nhiều Hơn Từ Newton dandali

Xem tất cảlogo

Bạn Có Thể Thích