menu-iconlogo
huatong
huatong
avatar

Priyo Tumi

Nilanjan Ghosalhuatong
nike123huatong
Lời Bài Hát
Bản Ghi
প্রিয়, তুমি Eve হলে আমি হবো তোমার Adam

প্রিয়, তুমি Eve হলে আমি হবো তোমার Adam

Juliet, Romeo-'র পরে জানবে সবাই আমাদের নাম

প্রিয়, তুমি Eve হলে আমি হবো তোমার Adam

প্রিয়, তুমি Eve হলে আমি হবো তোমার Adam

আমাদের ছোট্ট ঘরে হানা মারে dinosaur-এ

আমাদের little ঘরে হানা মারে dinosaur-এ

টুপ করে লাফিয়ে আমি তোমার কোলে

ওগো প্রিয়, আমি বড্ড ভীতু

প্রিয়, আমি বড্ড ভীতু, dino-টাকে দাও না বলে

প্রিয়, তুমি Eve হলে আমি হবো তোমার Adam

প্রিয়, তুমি Eve হলে আমি হবো তোমার Adam

সামনের চৈত্র মাসে মোরা যাবো বনবাসে

সামনের চৈত্র মাসে মোরা যাবো বনবাসে

সঙ্গে নেবো না তো আর কাউকে

যদি হঠাৎ করে রাবণ আসে, suddenly রাবণ আসে

হঠাৎ করে রাবণ আসে, suddenly রাবণ আসে

আনবো ডেকে জটায়ুকে

প্রিয়, তুমি Eve হলে আমি হবো তোমার Adam

প্রিয়, তুমি Eve হলে আমি হবো তোমার Adam

Nhiều Hơn Từ Nilanjan Ghosal

Xem tất cảlogo

Bạn Có Thể Thích