menu-iconlogo
huatong
huatong
avatar

তুই চুল করে দে এলোমোলো

Nodihuatong
usfood1huatong
Lời Bài Hát
Bản Ghi
মেয়ে:তুই চুল করে দে এলোমোলো

ভেঙ্গে দেনা চুড়ি

তোর প্রেমে এখন আমি সুতো কাটা ঘুড়ি

তুই চুল করে দে এলোমেলো ভেঙ্গে দেনা চুড়ি

তোর প্রেমে এখন আমি সুতো কাটা ঘুড়ি

ছেলে:আমি তোর সাথে উড়বো

আমি তোর সাথে গুরবো

তোর সাথে দিনেরাতে খেলবো লুকোচুরি

মেয়ে:তুই চুল করে দে এলোমোলো

ভেঙ্গে দেনা চুড়ি

তোর প্রেমে এখন আমি সুতো কাটা ঘুড়ি

নতুন গানের জন্য রিকোয়েস্ট করতে পারেন।

ছেলে:হো তোর মনের গহীন জ্বলে

ফেলবো প্রেমের বড়শি

মাছের মতন ঠোকর দিবি দেখুক পাড়া পড়শি

মেয়ে:কোমরের ওই বিছা দিয়ে তোকে বেধে রাখবো

কাজল দুয়া চোখ নিয়ে তোরে ইশারেতে ডাকবো

ছেলে:আমি তোর স্বপ্ন দেখবো

বুকে তোর ছবি আঁকবো

তোর সাথে বৈঠা হাতে দেবো সাগর পাড়ি

মেয়ে:তুই চুল করে দে এলোমোলো

ভেঙ্গে দেনা চুরি

তোর প্রেমে এখন আমি সুতো কাটা ঘুড়ি

Hitgh Qaulity Vocal Track

সুন্দর গান পেতে আমার সংবুক চেক করুন।

ছেলে:হো তোর কারনে হাজার বছর

জন্ম আমি নিবো

এই পৃথিবীর সবটুকু সুখ তোকে আমি দিবো

মেয়ে:দুখের কাটা বিদুক পায়ে

তোর কাছেই তো আসবো

না পেলেও অনেক পাওয়ার স্বপ্নে আমি ভাসবো

ছেলে:আমি তোর সাথে বাঁচবো

আমি তোর সাথে মরবো…

হিরা মানিক চাইনা আমার প্রেমেরি ভিখারি…

মেয়ে:তুই চুল করে দে এলোমোলো

ভেঙ্গে দেনা চুড়ি

তোর প্রেমে এখন আমি সুতো কাটা ঘুড়ি

তুই চুল করে দে এলোমেলো ভেঙ্গে দেনা চুড়ি

তোর প্রেমে এখন আমি সুতো কাটা ঘুড়ি

ছে মে:তোর প্রেমে এখন আমি সুতো কাটা ঘুড়ি

ছে মে:ওওওও তোর প্রেমে

এখন আমি সুতো কাটা ঘুড়ি

সমাপ্ত

Nhiều Hơn Từ Nodi

Xem tất cảlogo

Bạn Có Thể Thích