menu-iconlogo
huatong
huatong
partha-barua-hridoyhina-bitless-cover-image

Hridoyhina (Bitless)

Partha Baruahuatong
🤘Bitless🤘🅱️✝️huatong
Lời Bài Hát
Bản Ghi
Hridoyhina (Bitless)

Partha Barua

Band: Souls

Album: Shokti (1995)

-

ফেরারী স্মৃতিগুলো হঠাৎ এসে বলে আমায়

জমে থাকা সুখগুলো কেঁদে যেন ডাকে আমায়।

তাই প্রশ্ন জাগে মনে,

কেন সেই হৃদয়হীনা ভেঙেছে হৃদয় আমার।

কেন সেই হৃদয়হীনা ভেঙেছে হৃদয় আমার।

-

ফেরারী স্মৃতিগুলো হঠাৎ এসে বলে আমায়

জমে থাকা সুখগুলো কেঁদে যেন ডাকে আমায়

তাই প্রশ্ন জাগে মনে,

কেন সেই হৃদয়হীনা ভেঙেছে হৃদয় আমার।

কেন সেই হৃদয়হীনা ভেঙেছে হৃদয় আমার।

Instrumental_Piano

সন্দেহ চুপি চুপি এমনে বাসা বাঁধে

অনুনয় প্রতিবাদের ঝড় তখন শুধু কাঁদে,

মায়াময় একাকিত্বতা বিষাদেরই মাঝে।

কেন সেই হৃদয়হীনা, ভেঙেছে হৃদয় আমার।

কেন সেই হৃদয়হীনা, ভেঙেছে হৃদয় আমার।

Instrumental_Lead Guiter

হৃদয়ের রঙতুলি এঁকে যাই ভুল ছবি

না পাওয়ার শূণ্যতা এ বুকের গভীরে।

তবু প্রশ্ন জাগে মনে,

কেন সেই হৃদয়হীনা, ভেঙেছে হৃদয় আমার।

কেন সেই হৃদয়হীনা, ভেঙেছে হৃদয় আমার।

কেন সেই হৃদয়হীনা, ভেঙেছে হৃদয় আমার।

কেন সেই হৃদয়হীনা, ভেঙেছে হৃদয় আমার।

কেন সেই হৃদয়হীনা, ভেঙেছে হৃদয় আমার।

Lyrics: Prince Mahmood

Bitless Playlist

Nhiều Hơn Từ Partha Barua

Xem tất cảlogo

Bạn Có Thể Thích