menu-iconlogo
huatong
huatong
avatar

আমার নিশীথরাতের বাদল ধারা

Pousali Banerjeehuatong
💦🧡𝔸-ℝ𝔸ℍ𝕀𝕄🧡💦💞🇨​🇧​🇲​huatong
Lời Bài Hát
Bản Ghi

A/RAHIM##

CHANDRA BINDU MUSIC FAMILY#

আমার নিশীথরাতের বাদল ধারা

আমার নিশীথরাতের বাদল ধারা

এসো হে গোপনে,

আমার স্বপনলোকে দিশাহারা

নিশীথরাতের বাদলধারা,

আমার নিশীথরাতের বাদল ধারা।

A/RAHIM##

CHANDRA BINDU MUSIC FAMILY#

ওগো অন্ধকারের অন্তরধন

দাও ঢেকে মোর পরান মন,

অন্ধকারের অন্তরধন

দাও ঢেকে মোর পরান মন,

চাই নে, আমি চাই নে

আমি চাই নে তপন, চাই নে তারা

নিশীথরাতের বাদল ধারা,

আমার নিশীথ রাতের বাদল ধারা।

A/RAHIM##

CHANDRA BINDU MUSIC FAMILY#

যখন সবাই মগন ঘুমের ঘোরে

নিয়ো গো, নিয়ো গো,

আমার ঘুম নিয়ো গো হরণ করে

সবাই মগন ঘুমের ঘোরে,

একলা ঘরে চুপে চুপে

এসো কেবল সুরের রূপে,

একলা ঘরে চুপে চুপে

এসো কেবল সুরের রূপে,

দিয়ো গো, দিয়ো গো

আমার চোখের জলের দিয়ো সাড়া,

নিশীথরাতের বাদলধারা।

আমার নিশীথরাতের বাদল ধারা

আমার নিশীথরাতের বাদল ধারা

CHANDRA BINDU MUSIC FAMILY#

Nhiều Hơn Từ Pousali Banerjee

Xem tất cảlogo

Bạn Có Thể Thích