menu-iconlogo
huatong
huatong
avatar

Jodi Himaloy Hoye By N🖤L

Prince Mahmudhuatong
♡๛𝓡𝓸𝓱𝓪𝓷-ᴴᵉᵃʳᵗ࿐huatong
Lời Bài Hát
Bản Ghi
যদি হিমালয় হয়ে দুঃখ আসে

এ হৃদয়ে সে কিছু নয়

শত আঘাতেও নিঃস্ব যে আজ

তার আবার, হারানোর ভয়

যদি হিমালয় হয়ে দুঃখ আসে

এ হৃদয়ে সে কিছু নয়

শত আঘাতেও নিঃস্ব যে আজ

তার আবার, হারানোর ভয়

কি ভুলে আমি এত সয়েছি যে ব্যাথা

কি করে ভুলেছি অতীতের কথা।

কি ভুলে আমি এত সয়েছি যে ব্যাথা

কি করে ভুলেছি অতীতের কথা।

জানতেও পারবে না কেউ তা।

জানতেও পারবে না কেউ তা।

প্রশ্ন করো না কেন হৃদয়

দুঃখের হিমালয়

প্রশ্ন করো না ভিসুভিয়াস

এ বুকে কেন জ্বলে রয়।

প্রশ্ন করো না কেন হৃদয়

দুঃখের হিমালয়

প্রশ্ন করো না ভিসুভিয়াস

এ বুকে কেন জ্বলে রয়।

বেহাগের সুরে সুখ গিয়ে

দূরে আসে অশুভ বারতা

কি ভুলে আমি এত সয়েছি ব্যাথা

কি করে ভুলেছি অতীতের কথা।

কি ভুলে আমি এত সয়েছি যাথা

কি করে ভুলেছি অতীতের কথা।

জানতেও পারবে না কেউ তা।

জানতেও পারবে না কেউ তা।

দল বেধে সব দুঃখ আসে

মৌন প্রেমের সর্বনাশে

ভোরের শিশির শুকোবে জেনেই

তপ্ত রোদ হাসে।

দল বেধে সব দুঃখ আসে

মৌন প্রেমের সর্বনাশে

ভোরের শিশির শুকোবে জেনেই

তপ্ত রোদ হাসে।

বেহাগের সুরে সুখ গিয়ে

দূরে আনে অশুভ বারতা

কি ভুলে আমি এত সয়েছি এ ব্যাথা

কি করে ভুলেছি অতীতের কথা।

কি ভুলে আমি এত সয়েছি এ ব্যাথা

কি করে ভুলেছি অতীতের কথা।

জানতেও পারবে না কেউ তা।

জানতেও পারবে না কেউ তা।

যদি হিমালয় হয়ে দুঃখ আসে

এ হৃদয়ে সে কিছু নয়

শত আঘাতেও নিঃস্ব যে আজ

তার আবার, হারানোর ভয়

কি ভুলে আমি এত সয়েছি যে ব্যাথা

কি করে ভুলেছি অতীতের কথা।

কি ভুলে আমি এত সয়েছি যে ব্যাথা

কি করে ভুলেছি অতীতের কথা।

জানতেও পারবে না কেউ তা।

জানতেও পারবে না কেউ তা।

Nhiều Hơn Từ Prince Mahmud

Xem tất cảlogo

Bạn Có Thể Thích