F-রা রারা রা রা রারা রা
রা রা রারা,,,,রা,,,,,,
আ.....ওওওওওও,,,,,
রা রারা রা রা রারা রা
রা রা রারা,,,,রা,,,,,,
M-তোকে দেখে হাসছে আকাশ
রংধনুতে সাজবে আজ
লেগেছে মনে প্রেমের হাওয়া
F-কিছু না ভেবে তোর কাছে
বলবো মনে যা আছে
অনুভবে করি আশা যাওয়া
M-কিছুটা আছে বাকি
কিছুটা চোখে রাখি
বুঝে নে না তুই আমার
F-চল পাখি হয়ে উড়ি ডানা মেলে
ফিরবো নিড়ে সন্ধে হলে
M-চল পাখি হয়ে উড়ি ডানা মেলে
ভালোবেসে আদর দেবো ঢেলে
F-কুয়াশা কোন ভোরে
হাটবো এক সাথে
মেঘলা দিন হবে রঙিন
ছুলে তোর হাতে
M-বলি ইশারায় তোকে চাই
ডাকি প্রিয় নামে
তোর দিকে ঘুরে ফিরে
দু চোখ এসে থামে
কিছুটা আছে বাকি
কিছুটা চোখে রাখি
বুঝে নে না তুই আমার
চল পাখি হয়ে উড়ি ডানা মেলে
ফিরবো নিড়ে সন্ধে হলে
F-চল পাখি হয়ে উড়ি ডানা মেলে
ভালোবেসে আদর দেবো ঢেলে
M-ধিম তা না না না তা না না না
ধিম তা না না না না
ধিম তা না না না তা না না না
ধিম তা না না না না
F-লা লালা লা লা লালা লা
লা লালা লা লা লালা লা লা
M-হারালে খুজে নেবো
তোকেই বারে বার
জানুক লোকে গল্প হোক
তোর আর আমার
F-আনমনা মন সারাক্ষণ
তোরই কথা বলে
ছায়ায় ঢেকে রাখবো
মায়ার আচলে
কিছুটা আছে বাকি
কিছুটা চোখে রাখি
M-বুঝে নে না তুই আমার
F-চল পাখি হয়ে উড়ি ডানা মেলে
ফিরবো নিড়ে সন্ধে হলে
M-চল পাখি হয়ে উড়ি ডানা মেলে
ভালোবেসে আদর দেবো ঢেলে