menu-iconlogo
huatong
huatong
pritom-hasandebosrie-antara-laage-ura-dhura-from-toofan-cover-image

Laage Ura Dhura (From "Toofan")

Pritom Hasan/Debosrie Antarahuatong
michaelbarnett77huatong
Lời Bài Hát
Bản Ghi
লাগে উরা ধুরা. লাগে উরা ধুরা

তুমি কোন শহরের মাইয়া গো

লাগে উরা ধুরা

সজনী, সজনী তোমারে দেখিয়া

মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া

সোহাগ চাঁদ বদনী, ঘুঙুর পায়ে দিয়া

নাচো ও সখি তোমারে দেখি পরাণও ভরিয়া

আগুন দেও লাগাইয়া মনের ঠিকানায়

মামলা হইলে পরে দেইখ্যা নিবো থানায়

রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা

দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া

সখা গো

প্রেমে মোর দিও না ধরা

ধরা দিলে তোমার মন ভাইঙ্গা হবে গুঁড়া গুঁড়া

তুমি কোন শহরের মাইয়া গো

লাগে উরা ধুরা

তুমি কোন শহরের মাইয়া গো

লাগে উরা ধুরা

তোমারে যে দেখলে পরে

তোমারে যে দেখলে পরে

পুরা মাথা ঘুরায় গো

লাগে উরা ধুরা

তুমি কোন শহরের মাইয়া গো

লাগে উরা ধুরা

তুমি কোন শহরের মাইয়া গো

লাগে উরা ধুরা

লাগে উরা ধুরা, লাগে উরা ধুরা

তুমি কোন শহরের মাইয়া গো

লাগে উরা ধুরা

লাগে উরা ধুরা ঢেউ খেলানো চুলে

লাগে উরা ধুরা ঝুমকা কানের দুলে

লাগে আউলা-ঝাউলা রূপ দেইখ্যা তোমারি

তুমি চাইলে তোমায় কিইনা দিমু

লাল Ferrari গাড়ি

রাতে স্বপ্নে তোমায় ধরতে যাই জড়াইয়া

ভাঙে ঘুম সকালে দিক-বিদিক হারাইয়া

রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা

দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া

সখা গো

প্রেমে মোর দিও না ধরা

ধরা দিলে তোমার মন ভাইঙ্গা হবে গুঁড়া গুঁড়া

তুমি কোন শহরের মাইয়া গো

লাগে উরা ধুরা

তুমি কোন শহরের মাইয়া গো

লাগে উরা ধুরা

তোমারে যে দেখলে পরে

তোমারে যে দেখলে পরে

পুরা মাথা ঘুরায় গো

লাগে উরা ধুরা

তুমি কোন শহরের মাইয়া গো

লাগে উরা ধুরা

তুমি কোন শহরের মাইয়া গো

লাগে উরা ধুরা

তুমি কোন শহরের মাইয়া গো

মাইয়া গো... মাইয়া গো

তুমি কোন শহরের মাইয়া গো

মাইয়া গো... মাইয়া গো

লাগে উরা ধুরা

লাগে উরা ধুরা

তুমি কোন শহরের মাইয়া গো

লাগে উরা ধুরা

Nhiều Hơn Từ Pritom Hasan/Debosrie Antara

Xem tất cảlogo

Bạn Có Thể Thích