menu-iconlogo
huatong
huatong
rahul-duttabiyas-sarkar-tor-kache-elam-t-shibbir-cover-image

Tor Kache Elam T SHIBBIR🏳️

Rahul Dutta/Biyas Sarkarhuatong
Sᕼᓰᗷᗷᓰᖇ🏳️huatong
Lời Bài Hát
Bản Ghi
Tor Kache Elam T SHIBBIR?️

Rahul Dutta,Biyas Sarkar

TRACK FROM

Sᕼᓰᗷᗷᓰᖇ?️

SM id 62089159292

Music...

Ready?...

52 M মিষ্টি করে ডাকছি আর সঙ্গে তোর হাটছি

57 M ইশারায় বলে দে না না বলা কথা,

1.03 F ফুরিয়ে যাক-না এ দিন খুব একা লাগে তুইহীন,

1.09 F একবার এসে রাখ-না এই বুকে মাথা,

1.15 M হাজার ভীড়েও আমি ধরবো হাত তোর,

1.21 F প্রথম প্রহরে দুজনে দেখবো ভোর

1.30 M বুকের ভেতর যত্ন করে লিখেছি তোর নাম।

1.36 M ভালোবাসায় ডুবে যেতে তোর কাছে এলাম।।

1.42 F বুকের ভেতর যত্ন করে লিখেছি তোর নাম।

1.48 F ভালোবাসায় ডুবে যেতে তোর কাছে এলাম।।

1.53 MF হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম

Music...

Ready?...

2.17 M রোজ স্বপ্নে খুব গোপনে তোর-ই ছবি ভাসে,

2.23 M মিলেমিশে বাঁধবো ঘর প্রেমের শহরে,

2.29 F এত ভালো লাগে তোকে কেন জানি না,

2.35 F তোর মায়া দুটো চোখে আমার ঠিকানা

2.39 M দূরে গেলেও তোকে ভুলে যাবো না

2.45 F চোখের আড়াল হলে কেন এ মন মানে না

2.52 MF হুম...বুকের ভেতর যত্ন করে লিখেছি তোর নাম।

3.01 MF ভালোবাসায় ডুবে যেতে তোর কাছে এলাম।

3.07 MF বুকের ভেতর যত্ন করে লিখেছি তোর নাম।

3.12 MF ভালোবাসায় ডুবে যেতে তোর কাছে এলাম।

3.18 MF হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম

End......

Nhiều Hơn Từ Rahul Dutta/Biyas Sarkar

Xem tất cảlogo

Bạn Có Thể Thích