menu-iconlogo
huatong
huatong
rahul-dutta-meera-cover-image

মীরা/MEERA

Rahul Duttahuatong
henrythedoghuatong
Lời Bài Hát
Bản Ghi
Song: মীরা

Singer: রাহুল দত্ত

Copyright: Rahul Official

<> Orient Singer Site <>

============================

<< Upload BY ONGKUR >>

হঠাৎ করে রাজার ঘরে পড়লো যে সাড়া

কৃষ্ণপ্রেমে রাজকুমারী মাতোয়ারা

হঠাৎ করে রাজার ঘরে পড়লো যে সাড়া

কৃষ্ণপ্রেমে রাজকুমারী মাতোয়ারা

একাকিনী বসে কাঁদে যে মীরা

একাকিনী বসে কাঁদে যে মীরা

স্বয়নে স্বপনে হলো দিশেহারা

বাঁশির সুরে উথাল পাথাল যমুনা ধারা

স্বয়নে স্বপনে হলো দিশেহারা

বাঁশির সুরে উথাল পাথাল যমুনা ধারা

একাকিনী বসে কাঁদে যে মীরা

একাকিনী বসে কাঁদে যে মীরা

<< Upload BY ONGKUR >>

উতলা এ মন খুঁজে মরে আজীবন

কবে সে পাবে দর্শন

চাতকের মত কৃষ্ণপ্রেমে

তৃষ্ণার্ত সে সারাক্ষণ

উতলা এ মন খুঁজে মরে আজীবন

কবে সে পাবে দর্শন

চাতকের মত কৃষ্ণপ্রেমে

তৃষ্ণার্ত সে সারাক্ষণ

রাজা রানা প্রতাপের বিষপান করেও

মহিমা গুনে মিরা পেল অমৃতেরই স্বাদ

কানু লীলায় মেওয়ার রানী ছন্নছাড়া

ভিখারিনী হয়ে এলো ব্রজেরি পাড়া

কানু লীলায় মেওয়ার রানী ছন্নছাড়া

ভিখারিনী হয়ে এলো ব্রজেরি পাড়া

একাকিনী বসে কাঁদে যে মীরা

একাকিনী বসে কাঁদে যে মীরা

স্বয়নে স্বপনে হলো দিশেহারা

বাঁশির সুরে উথাল পাথাল যমুনা ধারা

স্বয়নে স্বপনে হলো দিশেহারা

বাঁশির সুরে উথাল পাথাল যমুনা ধারা

একাকিনী বসে কাঁদে যে মীরা

একাকিনী বসে কাঁদে যে মীরা

একাকিনী বসে কাঁদে যে মীরা

একাকিনী বসে কাঁদে যে মীরা

Nhiều Hơn Từ Rahul Dutta

Xem tất cảlogo

Bạn Có Thể Thích