menu-iconlogo
huatong
huatong
avatar

Ay na aro kache (From "Love Story")

Raj Barman/Savvyhuatong
plum_rudehuatong
Lời Bài Hát
Bản Ghi
তোকে এঁকেছি দু'পলকে

আয় না আরও কাছে তুই

ভালোবেসে তোকে ছুঁই।

মনে, রেখেছি কি গোপনে

আয়না আরও কাছে তুই

ভালোবেসে তোকে ছুঁই।

আমি তোর আদোরে আজ

হবো একলা মহারাজ,

তোকে মাখবো নিরালায়, সারা গায়

তোকে এঁকেছি দু'পলকে

আয় না আরও কাছে তুই

ভালোবেসে তোকে ছুঁই।

বারণ ভুলে সব, আরও কাছে আয়

আড়াল ভেঙে দিয়েছি, ঠোঁটের ইশারায়।

আমি তোর আদোরে আজ

হবো একলা মহারাজ,

তোকে মাখবো নিরালায়, সারা গায়

তোকে এঁকেছি দু'পলকে

আয় না আরও কাছে তুই

ভালোবেসে তোকে ছুঁই।

তুলোর মতো তুই, ফুলের মতো লাল

বুকের মাঝে এইরকম থাকিস চিরকাল।

আমি তোর আদোরে আজ

হবো একলা মহারাজ,

তোকে মাখবো নিরালায়, সারা গায়

তোকে এঁকেছি দু'পলকে

আয় না আরও কাছে তুই

ভালোবেসে তোকে ছুঁই।

Nhiều Hơn Từ Raj Barman/Savvy

Xem tất cảlogo

Bạn Có Thể Thích