menu-iconlogo
huatong
huatong
avatar

keno keu chay na amay by Ramakanta

Ramakantahuatong
꧁☬༒Rαmαkαntα༒☬꧂.huatong
Lời Bài Hát
Bản Ghi
upload by Ramakanta

*************

কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো

কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো

বুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিলো

বুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিলো

কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো

কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো

********

*********

সবই আছে আমার তবু কিছুই আমার নেই

চোখের জলে লিখে কথা মুছে দিয়ে যায়

ডাকে না তো কেউ কখনো আমায় ভালোবেসে

কাছে গেলে সরে যে যাই ব্যথা দিয়ে শেষে

বন্ধু আমার কোথাও কোন আছে কিনা বলো

বন্ধু আমার কোথাও কোন আছে কিনা বলো

ভুলে যাওয়া নাম ধরে ডাক দিয়ে গেলো

কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো

কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো

*********

********

কারো কাছে চাইনি তো কোন কিছু আমি

দুঃখ ছাড়া আর কিছুতো পাইনি তো আমি

চাইনিতো কোনদিনও কেউ আমাকেও

যে আমার সবকিছু ভুলে গেছে সেও

পর হয়ে গেছে আমার আপন যে জন ছিল

পর হয়ে গেছে আমার আপন যে জন ছিল

তার কাছে যাই আমি কোনদিকে যে বলো

কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো

কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো

বুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিলো

বুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিলো

কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো

কেন কেউ চায়না আমায় কি দোষ আমার বলো

কি দোষ আমার বলো

কি দোষ আমার বলো

thanks Dipankar

Nhiều Hơn Từ Ramakanta

Xem tất cảlogo

Bạn Có Thể Thích