কথা - রথীজিৎ ভট্টাচার্য
শিল্পী - রথীজিৎ ভট্টাচার্য
সুর - রথীজিৎ ভট্টাচার্য
তোমারে ভালোবাসি, তুমি যে সর্বনাশী
তুমি ছাড়া এ জীবনে যায়না বাঁচা
তুমি ছাড়া আমি জিন্দা লাশ
তুমি জানো কি?
আমি যে তোমার হবো দাস
তোমারে ভালোবাসি, তুমি যে সর্বনাশী
তুমি ছাড়া এ জীবনে যায়না বাঁচা
তুমি ছাড়া আমি জিন্দা লাশ
তুমি জানো কি?
আমি যে তোমার হবো দাস
আমার ফাটা জমিতে তোমার হাতের ছোঁয়াতে
ধান ধরেছে আবার বুকের মাটি জুড়ে
আমার ফাটা জমিতে তোমার হাতের ছোঁয়াতে
ধান ধরেছে আবার বুকের মাটি জুড়ে
তোমারে ভালোবাসি, তুমি যে সর্বনাশী
তুমি ছাড়া এ জীবনে যায়না বাঁচা
তুমি ছাড়া আমি জিন্দা লাশ
তুমি জানো কি?
আমি যে তোমার হবো দাস
TRACK CREATED BY SURAJIT PAUL
REQUEST : SREE (MUSICAL WORLD)
FOLLOW ME : Singer_Surajit
ভাবিনি কোনোদিন আসবে এমনও দিন
ধান আমার ঘরে
আসবে তুমি আলো করে
ভাবিনি কোনোদিন আসবে এমনও দিন
ধান আমার ঘরে
আসবে তুমি আলো করে
আমার ফাটা জমিতে তোমার হাতের ছোঁয়াতে
ধান ধরেছে আবার বুকের মাটি জুড়ে
তোমারে ভালোবাসি, তুমি যে সর্বনাশী
তুমি ছাড়া এ জীবনে যায়না বাঁচা
তুমি ছাড়া আমি জিন্দা লাশ
তুমি জানো কি?
আমি যে তোমার হবো দাস
TRACK CREATED BY SURAJIT PAUL
REQUEST : SREE (MUSICAL WORLD)
FOLLOW ME : Singer_Surajit
সারাদিন কী জানি ভেবে যাই পাগল আমি
আগলে রাখি তোকে
আটকে রাখি আমার চোখে
সারাদিন কী জানি ভেবে যাই পাগল আমি
আগলে রাখি তোকে
আটকে রাখি আমার চোখে
আমার ফাটা জমিতে তোমার হাতের ছোঁয়াতে
ধান ধরেছে আবার বুকের মাটি জুড়ে
তোমারে ভালোবাসি, তুমি যে সর্বনাশী
তুমি ছাড়া এ জীবনে যায়না বাঁচা
তুমি ছাড়া আমি জিন্দা লাশ
তুমি জানো কি?
আমি যে তোমার হবো দাস
তুমি ছাড়া আমি জিন্দা লাশ
তুমি জানো কি?
আমি যে তোমার হবো দাস