menu-iconlogo
huatong
huatong
avatar

Khodar ghore nalish korte

Rathindranath Royhuatong
raymond.terhunehuatong
Lời Bài Hát
Bản Ghi
খোদার ঘড়ে নালিশ করতে

সুরঃ রথিন্দ্রনাথ রায়

প্লিজ!কেউ কপি করবেন না।

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দ্বায়িত্ব।

খোদার ঘড়ে নালিশ করতে দিলোনা. আমারে

খোদার ঘড়ে নালিশ করতে দিলোনা আমারে.

পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে

প্লিজ!কেউ কপি করবেন না।

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দ্বায়িত্ব।

খোদার ঘড়ে নালিশ করতে দিলোনা আমারে.

পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে

পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে.

প্লিজ!কেউ কপি করবেন না।

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দ্বায়িত্ব।

আমার দুঃখের কথা শোনার মতো

কোন মানুষ নাই.আমি কার কাছে জানাই .

আমার চোখের পানি মুছার মতো

আপন কেউ নাই.আমি কোথায় পাবো ঠাই

আমি পথের জাজাবর.আমার আপন হইলো পর

ও...আশার এ ধন ভেঙ্গে গেছে.দারুরও ঝড়ে

পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে

পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে

প্লিজ!কেউ কপি করবেন না।

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দ্বায়িত্ব।

আমি বিচারক এর বিচার চেয়ে

করছি প্রতীবাদ.বলো সেকি অপরাধ .

আমার মানুষ হয়ে বেঁচে থাকার

ছিলো বড় সাধ.শুধু পেলাম অপবাদ

আরে শুনরে মানুষ শোন

এই দুক্ষের এ আগুন

ও...আর কতো কাল জ্বালিয়ে রাখবি

আমার অন্তরে

পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে

পাপ পুণ্যের বিচার এখন. মানুষে করে.

খোদার ঘড়ে নালিশ করতে দিলোনা আমারে

পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে

পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে

like Follow

খোদার ঘড়ে নালিশ করতে দিলোনা... আমারে...

thanks All Friends

Nhiều Hơn Từ Rathindranath Roy

Xem tất cảlogo

Bạn Có Thể Thích