menu-iconlogo
huatong
huatong
avatar

base valo baslay manus

Rinkuhuatong
patrice_turcottehuatong
Lời Bài Hát
Bản Ghi
গানটির মিউজিক অনুসরণ করুন।

আপলোড:

একটু অপেক্ষা করুন

বেশি ভালোবাসলে মানুষ

বেশি ভালোবাসলে মানুষ

দুঃখ দেয় তার প্রতিদান।

এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থপর বেঈমান।

এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থপর বেঈমান।

বেশি ভালোবাসলে মানুষ

বেশি ভালোবাসলে মানুষ

দুঃখ দেয় তার প্রতিদান।

এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থপর বেঈমান।

এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থপর বেঈমান।

নতুন গান পেথে প্রোফাইল ঘুরে আসুন।

একটু অপেক্ষা করুন

লাইলির মতো দেখিনা কেউ

মজলুর জন্য কাদে।

শিরির প্রেমের মুল্য দেয়না

এ যোগের ফরহাদে।

লাইলির মতো দেখিনা কেউ

মজলুর জন্য কাদে।

শিরির প্রেমের মুল্য দেয়না

এ যোগের ফরহাদে।

কতজনা প্রেমের ফাদে

কতজনা প্রেমের ফাদে

জীবন করলো বিসর্জন।

এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থপর বেঈমান।

এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থপর বেঈমান।

গানটি ভালোলাগলে লাইক দিবেন।

একটু অপেক্ষা করুন

লাইলি মজনু শিরি ফরহাদের

প্রেম দেখিনা হাঠে।

চন্দ্রিদাশ আর বায়না বর্ষি

বসে পুকুর ঘাটে।

লাইলি মজনু শিরি ফরহাদের

প্রেম দেখিনা হাঠে।

চন্দ্রিদাশ আর বায়না বর্ষি

বসে পুকুর ঘাটে।

রজকিনীর মালা হাতে

রজকিনীর মালা হাতে দেখিনা আর বর্তমান।

এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থপর বেঈমান।

এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থপর বেঈমান।

আপলোড: SyedMusta1

একটু অপেক্ষা করুন

স্বার্থের টানে কতজনে চাইয়া আমি দেখি।

টাকার কাছে প্রেম কে

তারা করিয়া দেয় বিক্রি।

স্বার্থের টানে কতজনে চাইয়া আমি দেখি।

টাকার কাছে প্রেম কে

তারা করিয়া দেয় বিক্রি।

মাজহারুলে জনম দুখি

মাজহারুলে জনম দুখি

গেয়ে বেড়াই দুঃখের গান।

এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থপর বেঈমান।

এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থপর বেঈমান।

বেশি ভালোবাসলে মানুষ

বেশি ভালোবাসলে মানুষ

দুঃখ দেয় তার প্রতিদান।

এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থপর বেঈমান।

এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থপর বেঈমান।

বেশি ভালোবাসলে মানুষ

বেশি ভালোবাসলে মানুষ

দুঃখ দেয় তার প্রতিদান।

এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থপর বেঈমান।

এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থপর বেঈমান।

এখন লাইক দিতে ভুলবেন না।

Nhiều Hơn Từ Rinku

Xem tất cảlogo

Bạn Có Thể Thích