menu-iconlogo
huatong
huatong
avatar

Ekdin brishtite bikele Mirage

Rishi Pandahuatong
⚡𝙈𝙞𝙧𝙖𝙜𝙚✨彡huatong
Lời Bài Hát
Bản Ghi
3.30-একদিন বৃষ্টিতে বিকেলে-0.05

থাকবে না সাথে কোনো ছাতা

শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়

ভিজে যাবে চটি, জামা, মাথা...

থাকবে না রাস্তায় গাড়িঘোড়া

দোকানপাট সব বন্ধ

শুধু তোমার আমার হৃদয়ে

ভিজে মাটির সোঁদা গন্ধ

একদিন বৃষ্টিতে বিকেলে

মনে পড়ে যাবে সব কথা

কথা দিয়ে কথাটা না রাখা

ফেলে আসা চেনা চেনা ব্যথা

অদূরে কোথাও কোনো রেডিওতে

এই পথ যদি না শেষ হয়

আর বৃষ্টির রং হয়ে যাবে নীল

আর আকাশের রংটা ছাই.

একদিন...বৃষ্টিতে...একদিন

বৃষ্টিতে বিকেলে...

ভাঙা দেয়ালের গায়ে সাত পাকে বাঁধা কবে

কার নুন শো তে কোথাও

আর বৃষ্টির ছাঁটে যাবে না দেখা

দুজনের চোখের জল

ছমছম, ছমছম...চোখের জল

একদিন বৃষ্টিতে বিকেলে

আমরা ধরা পড়ে যাবো দেখো ঠিক

ধুয়ে যাবে যত আছে অভিমান

ধুয়ে যাবে সিঁদুরের টিপ

আর চটিটাও ছিঁড়ে যাবে তক্ষুনি

তাই পালানো যাবে না যে কোথাও

রাস্তা যেমন তেমনই

শুধু লোকজন সব উধাও...

একদিন বৃষ্টিতে বিকেলে

থাকবে না সাথে কোনো ছাতা

শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়

ভিজে যাবে চটি, জামা, মাথা

থাকবে না রাস্তায় গাড়িঘোড়া

দোকানপাট সব বন্ধ

শুধু তোমার... আমার হৃদয়ে

ভিজে মাটির সোঁদা গন্ধ!

Thanks Mirage:Shimanto

Nhiều Hơn Từ Rishi Panda

Xem tất cảlogo

Bạn Có Thể Thích