menu-iconlogo
huatong
huatong
avatar

Nil sleeping pill er raat

Rishi Pandahuatong
scoobydo_star2huatong
Lời Bài Hát
Bản Ghi
চলে যাচ্ছে গতকাল ভাবে আনমনা রুমাল

যদি ঠাণ্ডা রঙমশাল জ্বলে যায়,

চলে যাচ্ছে গতকাল ভাবে আনমনা রুমাল

যদি ঠাণ্ডা রঙমশাল জ্বলে যায়,

নীল স্লিপিং পিলের রাত শুতে চাইছে না হঠাৎ

যদি মুঠোয় ধরা হাত চলে যায়।

চলে যাচ্ছে গতকাল ভাবে আনমনা রুমাল

যদি ঠাণ্ডা রঙমশাল জ্বলে যায়।

তুমি গুছিয়ে কোন কথা বলতে পার না,

তুমি গুছিয়ে ঠিক কথা বলতে পারনা,

শুধু সময় নিজের গল্প বলে যায়।

এই পাহাড়িয়া বাতাস তাদের টানে কোনদিকে

রোজ সন্ধে হলে পাখি গুলো যায়,

তুমি বৃষ্টি দেখে ফিরছ কোন ঝাপসা তারিখে

এই কুয়াশাতে কে কাকে বোঝায়।

নীল স্লিপিং পিলের রাত শুতে চাইছে না হঠাৎ

যদি মুঠোয় ধরা হাত চলে যায়।

এই পাহাড়িয়া বাতাস তাদের টানে কোনদিকে

রোজ সন্ধে হলে পাখি গুলো যায়।

তুমি গুছিয়ে কোন কথা বলতে পারো না,

তুমি গুছিয়ে ঠিক কথা বলতে পারোনা,

শুধু সময় নিজের গল্প বলে যায়।

তুমি গুছিয়ে কোন কথা বলতে পারো না,

তুমি গুছিয়ে ঠিক কথা বলতে পারোনা,

শুধু সময় নিজের গল্প বলে যায়।

এই একা থাকার মরসুম এই শেষ না হওয়া রাত

কত কথা মনে পড়ছে কতবার,

সব ছেড়ে যাবার রাস্তা

ঘিরে হাল্কা তুষারপাত

শুধু ঘরে ফেরা হলনা তোমার।

নীল স্লিপিং পিলের রাত শুতে চাইছে না হঠাৎ

যদি মুঠোয় ধরা হাত চলে যায়।

তুমি গুছিয়ে কোন কথা বলতে পারনা,

তুমি গুছিয়ে ঠিক কথা বলতে পারনা,

শুধু সময় নিজের গল্প বলে যায়।

তুমি গুছিয়ে কোন কথা বলতে পারনা,

তুমি গুছিয়ে ঠিক কথা বলতে পারনা,

শুধু সময় নিজের গল্প বলে যায়

শুধু সময় নিজের গল্প বলে যায়

শুধু সময় নিজের গল্প বলে যায়

Nhiều Hơn Từ Rishi Panda

Xem tất cảlogo

Bạn Có Thể Thích