menu-iconlogo
huatong
huatong
avatar

Rupsagare Moner Manush

Rishi Pandahuatong
✔️logOut_🦅huatong
Lời Bài Hát
Bản Ghi
তারে ধরি ধরি মনে করি

ধরতে গেলেম আর পেলাম না

ধরি ধরি মনে করি

ধরতে গেলেম আর পেলাম না

দেখেছি,

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা..

বহু দিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে,

বহু দিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে,

সুজনের সঙ্গে হবে দেখা শুনা।

বহু দিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে,

সুজনের সঙ্গে হবে দেখা শুনা।

তারে আমার আমার মনে করি,

আমার হয়ে আর হইলো না...

আমার আমার মনে করি,

আমার হয়ে আর হইলো না

দেখেছি,

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।

Don't teach me how to feel...

সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে,

সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে

মরমে জ্বলছে আগুন আর নেভে না।

সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে,

মরমে জ্বলছে আগুন আর নেভে না।

আমায় বলে বলুক লোকে মন্দ,

বিরহে তার প্রাণ বাঁচে না.....

আমায় বলে বলুক লোকে মন্দ,

বিরহে তার প্রাণ বাঁচে না.....

দেখেছি,

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।

পথিক কয় ভেবো নারে ডুবে যাও রূপসাগরে,

পথিক কয় ভেবো নারে ডুবে যাও রূপসাগরে,

বিরলে বসে করো যোগ-সাধনা।

পথিক কয় ভেবো নারে ডুবে যাও রূপসাগরে,

বিরলে বসে করো যোগ-সাধনা।

একবার ধরতে পেলে মনের মানুষ,

ছেড়ে যেতে আর দিও না...

একবার ধরতে পেলে মনের মানুষ,

ছেড়ে যেতে আর দিও না...

দেখেছি,

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।

Nhiều Hơn Từ Rishi Panda

Xem tất cảlogo

Bạn Có Thể Thích