menu-iconlogo
logo

Rana’s Library – Bagichay Bulbuli Tui বুলবুলি

logo
Lời Bài Hát
-বুলবুলি

-Singer: Rituraj Baidya, Sanzida Mahmood Nandita

-Arranged By Rana

-*************

-*************

(M)বাগিচায়, বুলবুলি তুই

ফুল শাখাতে, দিসনে আজই দোল

আজো তার,ফুল কলিদের ঘুম টুটেনি,

তন্দ্রাতে বিলোল

বাগিচায়, বুলবুলি তুই

ফুল শাখাতে, দিসনে আজই দোল

আজো তার,ফুল কলিদের ঘুম টুটেনি,

তন্দ্রাতে বিলোল

*************

*************

(M)আজো হায়,রিক্ত শাখায়

উত্তরী বায়,ঝুরছে নিশিদিন…

(আ... আ... )

আজো হায়,রিক্ত শাখায়

উত্তরী বায়,ঝুরছে নিশিদিন…

আসেনি, দখনে হাওয়া

গজল গাওয়া, মৌমাছি বিভোল

আসেনি, দখনে হাওয়া

গজল গাওয়া, মৌমাছি বিভোল

বাগিচায় বুলবুলি তুই

ফুল শাখাতে, দিসনে আজই দোল

*************

*************

(M)কবে সে ফুল কুমারী

ঘোমটা চিরি, আসবে বাহিরে...?

কবে সে ফুল কুমারী

ঘোমটা চিরি, আসবে বাহিরে...?

শিশিরের, স্পর্শসুখে, ভাঙবে রে ঘুম,

রাঙবে রে কপোল

শিশিরের, স্পর্শসুখে, ভাঙবে রে ঘুম,

রাঙবে রে কপোল

বাগিচায় বুলবুলি তুই

ফুল শাখাতে, দিসনে আজই দোল

(F)দোল, দোল, দোল দিয়েছি

ঘুম ভেঙেছে কই?

ফাগুন এসে ডাক দিয়ে যায়

ওঠ লো এবার সই।

দোল, দোল, দোল দিয়েছি

ঘুম ভেঙেছে কই?

ফাগুন এসে ডাক দিয়ে যায়

ওঠ লো এবার সই।

ভাঙাবোই ঘুম তোর

আশাতে নেশাতে না জেগে জেগে রই,

দখিনা এলো ওই

ওলিরা পাখিরা তোমারই প্রেমেতে রই

ওঠ, ওঠ, ওঠলোরে সই

ফাগুন এলো ওই,

দখিন হাওয়া ডাক দিয়ে যায়

মনের মানুষ কই?

ওঠ, ওঠ, ওঠলোরে সই

ফাগুন এলো ওই,

দখিন হাওয়া ডাক দিয়ে যায়

মনের মানুষ কই?

==ধন্যবাদ=

Rana’s Library – Bagichay Bulbuli Tui বুলবুলি của Rituraj Baidya/ Sanzida Mahmood Nandita - Lời bài hát & Các bản Cover