menu-iconlogo
huatong
huatong
robindro-shongeet-jodi-tor-dak-shune-keu-na-ashe-cover-image

Jodi Tor Dak Shune Keu Na Ashe

Robindro Shongeethuatong
nmducrehuatong
Lời Bài Hát
Bản Ghi
যদি তোর ডাক শুনে কেউ না আসে

তবে একলা চলো রে

যদি তোর ডাক শুনে কেউ না আসে

তবে একলা চলো রে

তবে একলা চলো একলা চলো

একলা চলো একলা চলো রে

তবে একলা চলো একলা চলো

একলা চলো একলা চলো রে

যদি তোর ডাক শুনে কেউ না আসে

তবে একলা চলো রে

যদি কেউ কথা না কয়

ওরে ওরে ও অভাগা কেউ কথা না কয়

যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়

যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়

তবে পরান খুলে...

ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে

ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে

যদি তোর ডাক শুনে কেউ না আসে

তবে একলা চলো রে

যদি সবাই ফিরে যায়

ওরে ওরে ও অভাগা যদি সবাই ফিরে যায়

যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়

যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়

তবে পথের কাঁটা...

ও তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে

ও তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে

যদি তোর ডাক শুনে কেউ না আসে

তবে একলা চলো রে

যদি আলো না ধরে

ওরে ওরে ও অভাগা যদি আলো না ধরে

যদি ঝড় বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে

যদি ঝড় বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে

তবে বজ্রানলে ...

আপন বুকের পাঁজর জ্বালিয়ে

নিয়ে একলা জ্বলো রে

আপন বুকের পাঁজর জ্বালিয়ে

নিয়ে একলা জ্বলো রে

যদি তোর ডাক শুনে কেউ না আসে

তবে একলা চলো রে

Nhiều Hơn Từ Robindro Shongeet

Xem tất cảlogo

Bạn Có Thể Thích