টেকনাফ থেইকা তেঁতুলিয়া 
ঘুরলাম আমি কত গিয়া 
মনের মতো মাইয়া পাইলাম না 
ঘরে ফিরলাম অবশেষে 
দেখলাম তোমায় বাড়ির পাশে 
তুমি, বন্ধু, আগে কেন দেখা দিলা না? 
আগে কেন দেখা দিলা না? 
হায় রে, আগে তুমি দেখা দিলা না 
দিনটা কাটে তোমার খোঁজে 
রাতটা কাটে হা-হুতাশে 
বাড়ির পাশে আমায় দেখলা না 
পাইছি তোমায় আমার কাছে 
মন বসে না কোনো কাজে 
বন্ধু, তুমি আমারে আর পাগল কইরো না 
বন্ধু, তুমি পাগল কইরো না 
হায় রে, বন্ধু তুমি পাগল কইরো না 
 তুমি আমার এই অন্তরের মাধুরী 
তুমি আমার বুকের পাঁজর, ময়ূরী 
 তুমি আমার প্রাণের প্রিয় শাহরুখ খান 
তুমি আমার চোখের মণি আমির খান 
ও, এসো আজ দু′জন মিলে খেলবো প্রেমেরই পাশা 
বন্ধু, তুমি পাগল কইরো না 
হায়, বন্ধু, তুমি পাগল কইরো না 
 এই বুকেরই মধ্যে তুমি কোকিলা 
নিশিতে পরাবো যে গলায় মালা 
 কী মালা পরাইবা তুমি, পরাও না 
কী করি, মন ধৈর্য তো আর মানে না 
তোমার প্রেমে মরণ হলেও 
তোমাকে তো ছাড়বো না 
বন্ধু, তুমি পাগল কইরো না 
হায়, বন্ধু, তুমি পাগল কইরো না 
টেকনাফ থেইকা তেঁতুলিয়া 
ঘুরলাম আমি কত গিয়া 
মনের মতো মাইয়া পাইলাম না 
ঘরে ফিরলাম অবশেষে 
দেখলাম তোমায় বাড়ির পাশে 
তুমি, বন্ধু, আগে কেন দেখা দিলা না? 
আগে কেন দেখা দিলা না? 
হায় রে, আগে তুমি দেখা দিলা না 
বন্ধু, তুমি পাগল কইরো না 
হায় রে, আগে কেন দেখা দিলা না? 
বন্ধু, তুমি পাগল কইরো না