menu-iconlogo
huatong
huatong
avatar

নীল সাগর পার হয়ে

Runa Laila=huatong
pclose2huatong
Lời Bài Hát
Bản Ghi

112307#120498

নীল সাগর,,,

নীল সাগর পার হয়ে

তোমার কাছে এসেছি

নীল সাগর পার হয়ে

তোমার কাছে এসেছি

ভালবাসো নাইবা বাসো

তোমায় ভালবেসেছি

নীল সাগর পার হয়ে

তোমার কাছে এসেছি

112307#120498

হাজার মুখের ভিড়ে আমি

খুঁজি তোমার মুখ

একবার যদি দেখি সে মুখ

লাগে বড় সুখ

হাজার মুখের ভিড়ে আমি

খুঁজি তোমার মুখ

একবার যদি দেখি সে মুখ

লাগে বড় সুখ

তুমি আমার ভালবাসা

তোমায় আমি চিনেছি

নীল সাগর,,,

নীল সাগর পার হয়ে

তোমার কাছে এসেছি

112307#120498

নতুন ফুলের গন্ধ আমি

তোমায় দিতে চাই

একবার যদি শুধু তোমায়

আপন করে পাই

নতুন ফুলের গন্ধ আমি

তোমায় দিতে চাই

একবার যদি শুধু তোমায়

আপন করে পাই

আমি তোমায় মনে মনে

প্রেমের দামে কিনেছি

নীল সাগর,,,

নীল সাগর পার হয়ে

তোমার কাছে এসেছি

ভালবাসো নাইবা বাসো

তোমায় ভালবেসেছি

নীল সাগর পার হয়ে

তোমার কাছে এসেছি

লা লা লা লা

লা লা লা লা

হুম হুম হুম হুম

লা লা লা,,,

==================

Bạn Có Thể Thích

নীল সাগর পার হয়ে của Runa Laila= - Lời bài hát & Các bản Cover